ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ভূমধ্যসাগরে ৫৭৬ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

  • আপডেট সময় : ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল হতে ২০৮ অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দুটি আলাদা অভিযানে তাদের উদ্ধার করে তিউনিসিয়া কর্তৃপক্ষ।
চলতি মাসে অবৈধভাবে সাগর পথে ইউরোপ প্রবেশের জন্য বহু অভিবাসন প্রত্যাশী জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ যাত্রায় বেশির ভাগই স্বপ্নের ইউরোপে ঢুকতে ব্যর্থ হচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্র ও শনিবার অবৈধভাবে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে ১৬টি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে ১৫৫ জনকে উদ্ধার করা হয়। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুস্সাম এদ্দিন আল-জাবালি বলেন, ন্যাশনাল গার্ডের প্রচেষ্টায় তাদের থামানো গেছে। এদের মধ্যে ১০ জন পলাতক আসামি রয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, শনিবার মাহদিয়া প্রদেশে দুটি নৌযান ডুবে গেলে ৫৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। ইতালি যাওয়ার প্রস্তুতির সময় বিভিন্ন জায়গা থেকে আটক হয়েছেন ৩৮ জন।
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, গত চারদিনে ভূমধ্যসাগর থেকে ৩৬৮ অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে মরক্কোর নৌবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে অধিকাংশই আফ্রিকার নাগরিক। তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের সবাই ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন।
প্রতিবছর সাগরপথে অবৈধভাবে বহু অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশের চেষ্টা চালান। উন্নত জীবনের এ যাত্রায় ডুবে মারা যান অনেকেই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

ভূমধ্যসাগরে ৫৭৬ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

আপডেট সময় : ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল হতে ২০৮ অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দুটি আলাদা অভিযানে তাদের উদ্ধার করে তিউনিসিয়া কর্তৃপক্ষ।
চলতি মাসে অবৈধভাবে সাগর পথে ইউরোপ প্রবেশের জন্য বহু অভিবাসন প্রত্যাশী জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ যাত্রায় বেশির ভাগই স্বপ্নের ইউরোপে ঢুকতে ব্যর্থ হচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্র ও শনিবার অবৈধভাবে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে ১৬টি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে ১৫৫ জনকে উদ্ধার করা হয়। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুস্সাম এদ্দিন আল-জাবালি বলেন, ন্যাশনাল গার্ডের প্রচেষ্টায় তাদের থামানো গেছে। এদের মধ্যে ১০ জন পলাতক আসামি রয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, শনিবার মাহদিয়া প্রদেশে দুটি নৌযান ডুবে গেলে ৫৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। ইতালি যাওয়ার প্রস্তুতির সময় বিভিন্ন জায়গা থেকে আটক হয়েছেন ৩৮ জন।
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, গত চারদিনে ভূমধ্যসাগর থেকে ৩৬৮ অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে মরক্কোর নৌবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে অধিকাংশই আফ্রিকার নাগরিক। তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের সবাই ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন।
প্রতিবছর সাগরপথে অবৈধভাবে বহু অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশের চেষ্টা চালান। উন্নত জীবনের এ যাত্রায় ডুবে মারা যান অনেকেই।