নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে ২২ জুলাই পর্যন্ত এক কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিম ঢাকার বাইরে গেলেও একদিনে ঢাকায় ফিরেছে ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গত শুক্রবার এ কথা জানিয়েছেন। মন্ত্রীকে এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংখ্যা বিটিআরসি। তবে একজন ব্যবহারকারীর একাধিক সিম থাকায় ঠিক কতজন মোবাইলফোন ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন এবং ফিরে এসেছেন তা জানা যায়নি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার (২৩ জুলাই) বিকালে ফেসবুক পোস্টে লিখেছেন, একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। ২২ জুলাই অবধি এক কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি সিম ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম। আজ থেকে শুরু হওয়া লকডাউন ও তার পরে কী হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কী প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়।
শুক্রবার ঢাকায় ফেরা (৮ লাখ ২০ হাজার ৫১৬) সিমের মধ্যে সবচেয়ে বেশি সিম রবির, ৩ লাখ ৮ হাজার ৪৯১টি। এর পরে আছে বাংলালিংক। সিমের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ১৫২টি। গ্রামীণফোনের সিম সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৭০৯টি। আর টেলিটকের সিম ৩৯ হাজার ১৬৪টি। ২২ জুলাই ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা এক লাখ ৪০ হাজার ৭০০, ২১ জুলাই ছিল ১১ লাখ ৮৬ হাজার ৪২১, ঈদের দিন (২০ জুলাই) ছিল ২৭ লাখ ৯৩ হাজার ৫১৪টি, ১৯ জুলাই ছিল ১৭ লাখ ৭৮ হাজার ৮০২টি এবং ১৮ জুলাই ছিল ১০ লাখ ৭৪ হাজার ৬৮৭টি সিম। গত ১৭ জুলাই ঢাকার বাইরে যায় ১২ লাখ ৫৯ হাজার ৮৯৩টি সিম। এর মধ্যে গ্রামীণফোনের ৮ লাখ ৮৫ হাজার ৯টি, বাংলালিংকের ২ লাখ ৩৯ হাজার ৯৬৩টি, রবির এক লাখ ৪৯ হাজার ৮৪৪টি এবং টেলিটকের ৫২ হাজার ৫৬টি সিম।
১৫ ও ১৬ জুলাই ঢাকা ছাড়ে ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম। এর মধ্যে গ্রামীণফোনের সিম ৭ লাখ ৭৪ হাজার ৭৮৪, বাংলালিংকের ৪ লাখ ৬৪ হাজার ৪৯২, রবির ৩ লাখ ৪২ হাজার ৮২ এবং টেলিটকের এক লাখ ১২ হাজার ২২৯টি সিম। ঢাকার বাইরে যাওয়া সিমের মধ্যে শীর্ষে ছিল গ্রামীণফোন, সিমের মোট সংখ্যা ৪৯ লাখ ৫৬ হাজার ৪০৪টি। বাংলালিংকের ছিল ২৭ লাখ ৪৫ হাজার ৮৭৮টি, রবির ছিল ২৩ লাখ ৬১ হাজার ৭৮৭টি এবং টেলিটকের ৪ লাখ ৩০ হাজার ৬১৪টি সিম।
একদিনে ঢাকায় ফিরলো ৮ লাখ সিম কার্ড
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ