ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে মারুফের ব্রোঞ্জ জয়

  • আপডেট সময় : ০১:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ১৫৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : এশীয়-প্রশান্ত মহাসাগরীয় গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি হিসেবে (এপিএমও) স্বর্ণপদক জিতেছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মারুফ হাসান রুবাব। আর এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) থেকে পেলেন ব্রোঞ্জপদক। মারুফসহ বাংলাদেশর তরুণ শিক্ষার্থীরা তিনটি ব্রোঞ্জপদক ও দুটি স্বীকৃতি পেয়েছে এবারের আইএমও আসরে।
গত শুক্রবার আইএমও তাদের ওয়েবসাইটে পরীক্ষার ফল ঘোষণা করেছে। এ বছর ব্রোঞ্জপদক পেয়েছে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মো. মারুফ হাসান এবং ঢাকার নটর ডেম কলেজের তাহমিদ হামীম চৌধুরী ও আদনান সাদিক। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ এবং আনন্দ মোহন কলেজের তাহজিব হোসেন খান। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে এ বছর ৬২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রতিযোগিতা হয়েছে ভার্চুয়ালি। এবারের আয়োজক দেশ রাশিয়া। ১৯ ও ২০ জুলাই বাংলাদেশ দলের ছয় শিক্ষার্থী ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া ও দিল্লি থেকে অলিম্পিয়াডে ভার্চুযাল পরীক্ষায় অংশ নেয়।
এ বছর ৬৮ নম্বর পেয়ে বাংলাদেশ ১০৭টি দেশের মধ্যে ৪৩তম স্থান অধিকার করেছে। গত বছর ৬১তম আইএমওতে বাংলাদেশ ১টি রুপার পদক ও ৫টি ব্রোঞ্জপদক পেয়েছিল। আর ১১৮ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩৮তম। মারুফ ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের আব্দুছ ছালাম ও শামীমা আক্তার দম্পতির ছেলে। আনন্দমোহন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মারুফ হাসান জানান, এর আগে ২০১৮ সালে গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী। মারুফ হাসান রুবাবের বাবা আব্দুছ ছালাম বলেন, ‘আইএমও’তে আশানুরুপ ফল করতে না পারলেও ছেলেকে নিয়ে আমি গর্বিত। তার গণিত চর্চার হাতেখড়ি আমার কাছেই। ছোট বেলা থেকেই গণিতে তার আকর্ষণ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে মারুফের ব্রোঞ্জ জয়

আপডেট সময় : ০১:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

প্রত্যাশা ডেস্ক : এশীয়-প্রশান্ত মহাসাগরীয় গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি হিসেবে (এপিএমও) স্বর্ণপদক জিতেছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মারুফ হাসান রুবাব। আর এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) থেকে পেলেন ব্রোঞ্জপদক। মারুফসহ বাংলাদেশর তরুণ শিক্ষার্থীরা তিনটি ব্রোঞ্জপদক ও দুটি স্বীকৃতি পেয়েছে এবারের আইএমও আসরে।
গত শুক্রবার আইএমও তাদের ওয়েবসাইটে পরীক্ষার ফল ঘোষণা করেছে। এ বছর ব্রোঞ্জপদক পেয়েছে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মো. মারুফ হাসান এবং ঢাকার নটর ডেম কলেজের তাহমিদ হামীম চৌধুরী ও আদনান সাদিক। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ এবং আনন্দ মোহন কলেজের তাহজিব হোসেন খান। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে এ বছর ৬২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রতিযোগিতা হয়েছে ভার্চুয়ালি। এবারের আয়োজক দেশ রাশিয়া। ১৯ ও ২০ জুলাই বাংলাদেশ দলের ছয় শিক্ষার্থী ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া ও দিল্লি থেকে অলিম্পিয়াডে ভার্চুযাল পরীক্ষায় অংশ নেয়।
এ বছর ৬৮ নম্বর পেয়ে বাংলাদেশ ১০৭টি দেশের মধ্যে ৪৩তম স্থান অধিকার করেছে। গত বছর ৬১তম আইএমওতে বাংলাদেশ ১টি রুপার পদক ও ৫টি ব্রোঞ্জপদক পেয়েছিল। আর ১১৮ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩৮তম। মারুফ ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের আব্দুছ ছালাম ও শামীমা আক্তার দম্পতির ছেলে। আনন্দমোহন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মারুফ হাসান জানান, এর আগে ২০১৮ সালে গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী। মারুফ হাসান রুবাবের বাবা আব্দুছ ছালাম বলেন, ‘আইএমও’তে আশানুরুপ ফল করতে না পারলেও ছেলেকে নিয়ে আমি গর্বিত। তার গণিত চর্চার হাতেখড়ি আমার কাছেই। ছোট বেলা থেকেই গণিতে তার আকর্ষণ।