ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

কাদাল দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক ৫

  • আপডেট সময় : ১১:৪৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আমির হোসেন নামের ৭০ বছর বয়সী এক প্রবীণকে কোদালের পেছনের অংশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মঙ্গলবার (১৩ জুন) ভোরে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের টামটা এলাকায় ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকেলে বিভিন্ন স্থান থেকে পাঁচ জনকে আটক করে দাউদকান্দি থানা পুলিশ। নিহত আমির হোসেন টামটা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। মূল অভিযুক্ত পল্লী চিকিৎসক এ বিএম ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার। আটককৃতরা হলেন- পল্লী চিকিৎসক এ বিএম ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার (৫৫), তার ভাই শামীম ওসমান (৪৮) ও শাহাদৎ (৩৫) এবং ওসমান গনির ছেলে সিয়াম (২৭) ও সিহাব (২৯)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন প্রবীণ আমির হোসেন। এসময় পল্লী চিকিৎসক নাসিম এসে কোদালের পেছনের অংশ দিয়ে তাকে পেটাতে শুরু করেন। একপর্যায়ে আমির হোসেন চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেও পেটানো থামেননি নাসিম। স্থানীয়রা জানান, আমির হোসেন ও নাসিম ডাক্তারদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে আমির বাড়ির সামনের পাকা রাস্তার ওপর গেলে তাকে একা পেয়ে নাসিম ডাক্তারের লোকজন হামলা করে। এতে আমির আহত হন। সংবাদ পেয়ে আমিরের লোকজন তাকে উদ্ধার করতে আসলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। তখন আমির ঝগড়া থেকে সামান্য দূরে সরে যান। একপর্যায়ে নাসিম ডাক্তার গিয়ে আমিরের ওপর হামলা করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আমিরকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কাদাল দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক ৫

আপডেট সময় : ১১:৪৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আমির হোসেন নামের ৭০ বছর বয়সী এক প্রবীণকে কোদালের পেছনের অংশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মঙ্গলবার (১৩ জুন) ভোরে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের টামটা এলাকায় ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকেলে বিভিন্ন স্থান থেকে পাঁচ জনকে আটক করে দাউদকান্দি থানা পুলিশ। নিহত আমির হোসেন টামটা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। মূল অভিযুক্ত পল্লী চিকিৎসক এ বিএম ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার। আটককৃতরা হলেন- পল্লী চিকিৎসক এ বিএম ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার (৫৫), তার ভাই শামীম ওসমান (৪৮) ও শাহাদৎ (৩৫) এবং ওসমান গনির ছেলে সিয়াম (২৭) ও সিহাব (২৯)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন প্রবীণ আমির হোসেন। এসময় পল্লী চিকিৎসক নাসিম এসে কোদালের পেছনের অংশ দিয়ে তাকে পেটাতে শুরু করেন। একপর্যায়ে আমির হোসেন চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেও পেটানো থামেননি নাসিম। স্থানীয়রা জানান, আমির হোসেন ও নাসিম ডাক্তারদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে আমির বাড়ির সামনের পাকা রাস্তার ওপর গেলে তাকে একা পেয়ে নাসিম ডাক্তারের লোকজন হামলা করে। এতে আমির আহত হন। সংবাদ পেয়ে আমিরের লোকজন তাকে উদ্ধার করতে আসলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। তখন আমির ঝগড়া থেকে সামান্য দূরে সরে যান। একপর্যায়ে নাসিম ডাক্তার গিয়ে আমিরের ওপর হামলা করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আমিরকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।