নারী ও শিশু ডেস্ক : আমেরিকার বাসিন্দা শাওনা রে। প্রথম দেখায় মনে হবে ৮-৯ বছরের দুরন্ত এক শিশু। এই বয়সটা তার হেসে খেলে বন্ধুদের সঙ্গে কাটানোর কথা। তবে দেখতে ছোট্ট শিশুর মতো হলেও তার আচরণ প্রাপ্তবয়স্ক এক তরুণীর মতোই। প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা, শপিং, সোশ্যাল মিডিয়ায় প্রতিটি সুখের মুহূর্ত শেয়ার করছেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে।
এমন আচরণ দেখলে যে কারও একটু খটকা লাগতেই পারে। আসলে শাওনার প্রকৃত বয়স ২৩ বছর। তবে দেখতে ৮ বছরের এক শিশুর মতো। বয়স বাড়লেও শরীর আটকে আছে সেই শাওনার ৮ বছরেই। ৮ বছরের পর তার শরীরের তেমন বৃদ্ধি হয়নি। তার উচ্চতা ৩ ফুট ১০ ইঞ্চি এবং ওজন মাত্র ২২ কেজি।
শাওনা শৈশবে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হন তিনি। তবে হরমোনের কার্যক্ষমতা এলোমেলো হয়ে যায়। যার কারণে তার উচ্চতা এবং চেহারা বাড়েনি। তিনি দেখতে শিশুর মতোই রয়ে গেছেন।
পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। যেটি মস্তিষ্কের গোড়ায় অবস্থিত। এখানে ঠিকভাবে হরমোনগুলো নিঃসৃত হতে পারেনি শাওনার। যে কারণে তার শারীরিক বৃদ্ধি থেমে যায় ৮ বছর বয়সেই। বর্তমানে শাওনা খুব আনন্দে তার জীবন কাটাচ্ছেন। ট্যাটু করতে পছন্দ করেন তিনি। শরীরে বিভিন স্থানে বিভিন্ন ধরনের ট্যাটু করিয়েছেন তিনি। প্রেমিক ড্যান সুইগার্টের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন নানান জায়গায়। যদিও ড্যানকে মাঝে মধ্যেই খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেকেই তাকে বলেন বাচ্চা একটি মেয়ের সঙ্গে আছেন তিনি। শাওনা, তার পরিবার এবং প্রেমিক ড্যান সবাই এই ব্যাপারটাতে এখন অভ্যস্ত হয়ে গেছেন। ছোটবেলা থেকে এমন অনেক কথাই শুনতে হয়েছে শাওনা ও তার পরিবারকে। এসব কোনো কথাতেই পাত্তা দেন না শাওনা। সূত্র: ব্রাইট সাইট, নিউ ইয়র্ক পোস্ট