ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট সময় : ১১:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ১৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে ছিল। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। এরপরও সেখানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এ ব্যাপারে দেশটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন, ‘এটি খুবই শক্তিশালী ছিল। আমরা আতঙ্কিত। ’ তিনি আরও জানান, বাতাঙ্গাসের বাসিন্দারা ভূমিকম্পের সঙ্গে অভ্যস্ত। এমন পরিস্থিতিতে কী করতে হবে, তা তারা জানেন। তবে সুনামির আশঙ্কা আছে কি না জানতে নিচু অঞ্চলগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আজকের ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাতাঙ্গাস প্রদেশের মাবিনি এলাকার পুলিশ কর্মকর্তা বার্নি ফাদেরোগাও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ১১:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে ছিল। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। এরপরও সেখানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এ ব্যাপারে দেশটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন, ‘এটি খুবই শক্তিশালী ছিল। আমরা আতঙ্কিত। ’ তিনি আরও জানান, বাতাঙ্গাসের বাসিন্দারা ভূমিকম্পের সঙ্গে অভ্যস্ত। এমন পরিস্থিতিতে কী করতে হবে, তা তারা জানেন। তবে সুনামির আশঙ্কা আছে কি না জানতে নিচু অঞ্চলগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আজকের ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাতাঙ্গাস প্রদেশের মাবিনি এলাকার পুলিশ কর্মকর্তা বার্নি ফাদেরোগাও।