প্রযুক্তি ডেস্ক: নতুন ক্লাব পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি। আর এই ঘটনা ‘বড় আশীর্বাদ’ হিসেবে বিবেচিত হচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের কাছে।
গত বছর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি ফুটবলার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ‘মেজর লিগ সকার (এমএলএস)’-এর ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন। এরইমধ্যে টুইটারে প্রকাশিত টিজার ভিডিও’র মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে সাবেক ইংলিশ ফুটবল আইকন ডেভিড বেকহাম মালিকানাধীন ক্লাবটি।
ফুটবলে, তর্ক সাপেক্ষে, সেরা খেলোয়াড়কে কেনা ক্লাব ও লিগ উভয়ের জন্যই ‘বড় অগ্রগতি’ হিসেবে বিবেচিত হচ্ছে। এমনকি অ্যাপলের বেলাতেও, কারণ পরবর্তী দশকের জন্য এমএলএস-এর স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে মার্কিন এই টেক জায়ান্ট। প্যারিসের পর মেসি কোথায় যাবেন, তা নিয়ে অনেক জল্পনা কল্পনার পর এই ঘোষণা এলো। এর আগে নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন বা বড় অঙ্কের বেতনে সৌদি আরবের লিগে খেলবেন, এমন খবরও শোনা গেছে।
মার্কিন লিগে আগমনের মাধ্যমে তাৎক্ষণিকভাবেই ‘অ্যাপল টিভি প্লাস’-এর ‘এমএলএস সিজন পাস’ গ্রাহক সেবায় ভূমিকা রাখতে যাচ্ছেন মেসি। অন্যথায় ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে দেখা বৈশ্বিক দর্শকের কাছে পরিষেবাটি ‘আরও বেশি আকর্ষণীয়’ হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ৬ জুন মেসিকে নিয়ে নিজস্ব স্ট্রিমিং সেবায় চার পর্বের ডকু সিরিজ সম্প্রচারের ঘোষণাও দিয়েছে অ্যাপল। এই ক্ষুদে ফুটবল যাদুকর অ্যাপল বা এমএলএস-এর সম্প্রচার থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ পাবেন, এমন পূর্বাভাসও মিলেছে। চমকপ্রদভাবে, সম্প্রতি ফুটবল বিশ্বের ‘বড় খেলোয়াড়’ হিসেবে বিবেচিত হচ্ছে অ্যাপল। এমএলএস চুক্তি ও বেশ কিছু তথ্যচিত্র তৈরির পাশাপাশি নিজেদের জনপ্রিয় সিরিজ ‘টেড লাসো’র পক্ষেও বাজি ধরেছে কোম্পানিটি। সিরিজের তৃতীয় সিজনে মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা অতিথি চরিত্রে অভিনয় করায় সাতবার ব্যল ডি’অর জেতা এই ফুটবলারের অভিনয় দক্ষতা ভবিষ্যতে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
মেসির এমএলএস চুক্তি ‘বড় আশীর্বাদ’ অ্যাপলের জন্য
জনপ্রিয় সংবাদ