ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

এমটবের নতুন মহাসচিব মোহাম্মদ জুলফিকার

  • আপডেট সময় : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : মোবাইল অপারেটরদের সংগঠন এমটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকারকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বিদায়ী মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদের (অব.) স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন মহাসচিব গত ১ জুন দায়িত্ব গ্রহণ করেন।
এমটবের প্রেসিডেন্ট এরিক অস বলেন, লে. কর্নেল মোহাম্মদ জুলফিকারকে (অব.) মহাসচিব হিসেবে পেয়ে এমটব বোর্ড আনন্দিত। টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে তার দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা মোবাইল খাতকে নতুন মাত্রা দেবে। টেলিযোগাযোগ ক্ষেত্রে কারিগরি অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ জুলফিকার মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনপি) সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিওন টেলিটেক বিডির প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ২৫ বছর টেলিকম ও আইটি সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব পালন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার প্রকৌশলে স্নাতক মোহাম্মদ জুলফিকার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বিটিআরসিতে কাজ করেছেন। নতন মহাসচিব বলেন, ‘আমি এমটব মহাসচিবের দায়িত্ব গ্রহণ করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এমটব বোর্ড আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন সে জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’
বিদায়ী মহাসচিব এস এম ফরহাদ বলেন, ‘আমাদের সামগ্রিক কার্যক্রমকে নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতার জন্য আমি এমটব বোর্ড, আমার সহকর্মীসহ স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এমটবের নতুন মহাসচিব মোহাম্মদ জুলফিকার

আপডেট সময় : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

প্রযুক্তি ডেস্ক : মোবাইল অপারেটরদের সংগঠন এমটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকারকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বিদায়ী মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদের (অব.) স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন মহাসচিব গত ১ জুন দায়িত্ব গ্রহণ করেন।
এমটবের প্রেসিডেন্ট এরিক অস বলেন, লে. কর্নেল মোহাম্মদ জুলফিকারকে (অব.) মহাসচিব হিসেবে পেয়ে এমটব বোর্ড আনন্দিত। টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে তার দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা মোবাইল খাতকে নতুন মাত্রা দেবে। টেলিযোগাযোগ ক্ষেত্রে কারিগরি অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ জুলফিকার মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনপি) সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিওন টেলিটেক বিডির প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ২৫ বছর টেলিকম ও আইটি সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব পালন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার প্রকৌশলে স্নাতক মোহাম্মদ জুলফিকার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বিটিআরসিতে কাজ করেছেন। নতন মহাসচিব বলেন, ‘আমি এমটব মহাসচিবের দায়িত্ব গ্রহণ করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এমটব বোর্ড আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন সে জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’
বিদায়ী মহাসচিব এস এম ফরহাদ বলেন, ‘আমাদের সামগ্রিক কার্যক্রমকে নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতার জন্য আমি এমটব বোর্ড, আমার সহকর্মীসহ স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’