ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

কারখানায় আগুনের মামলায় হাশেম ও দুই ছেলের জামিন

  • আপডেট সময় : ০১:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ১৫৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকা-ে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ওই কারখানার মালিক আবুল হাশেম ও তার দুই ছেলের জামিন হয়েছে।
গতকাল সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন বলে এই আদালতের পিপি মনিরুজ্জামান বুলবুল জানান। হাশেম ছাড়া জামিনপ্রাপ্ত অপর দুজন হলেন তার ছেলে হাসিব বিনতে হাশেম ও তারেক ইব্রাহিম। তবে মামলার আরও তিন আসামির জামিন নাকচ করেছে আদালত।
গত ৮ জুলাই হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে অর্ধশতাধিক প্রাণহানি হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এর আগে হাশেমের আরও দুই ছেলের জামিন হয়েছিল। এই দুজনসহ মোট পাঁচ জনের জামিন হলো। এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কারখানায় আগুনের মামলায় হাশেম ও দুই ছেলের জামিন

আপডেট সময় : ০১:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকা-ে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ওই কারখানার মালিক আবুল হাশেম ও তার দুই ছেলের জামিন হয়েছে।
গতকাল সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন বলে এই আদালতের পিপি মনিরুজ্জামান বুলবুল জানান। হাশেম ছাড়া জামিনপ্রাপ্ত অপর দুজন হলেন তার ছেলে হাসিব বিনতে হাশেম ও তারেক ইব্রাহিম। তবে মামলার আরও তিন আসামির জামিন নাকচ করেছে আদালত।
গত ৮ জুলাই হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে অর্ধশতাধিক প্রাণহানি হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এর আগে হাশেমের আরও দুই ছেলের জামিন হয়েছিল। এই দুজনসহ মোট পাঁচ জনের জামিন হলো। এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।