ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

জয়পুরহাটে হত্যা মামলায় ১ জনের ফাঁসি

  • আপডেট সময় : ১২:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে আলম খাঁ হত্যা মামলায় শাহিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। মৃত্যুদ-ের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এছাড়া টাকার বিনিময়ে মামলাটি আপোষের নামে আসামিদের কাছ থেকে টাকা নেওয়া ও সেই তথ্য আদালতে গোপন করার দায়ে মামলার বাদি আনজুয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। বুধবার (৩১ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেন। দ-প্রাপ্ত শাহিন ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে। আর আনজুয়ারা একই গ্রামের আলম খাঁর স্ত্রী। জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের আলম খাঁর কাছ থেকে সাত হাজার টাকা ধার নেন শাহিন। এ নিয়ে আলম খাঁ ও শাহিনের মধ্যে দ্বন্দ চলছিল। ২০০৬ সালে ২০ মে রাতে আলম খাঁকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে বাড়ির পাশে ফেলে রাখেন। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় আলমকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামলার দীর্ঘ শুনানি শেষে শাহিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদ- আদেশ দেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য আসামিদের মামলা থেকে খালাশ দেওয়া হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জয়পুরহাটে হত্যা মামলায় ১ জনের ফাঁসি

আপডেট সময় : ১২:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে আলম খাঁ হত্যা মামলায় শাহিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। মৃত্যুদ-ের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এছাড়া টাকার বিনিময়ে মামলাটি আপোষের নামে আসামিদের কাছ থেকে টাকা নেওয়া ও সেই তথ্য আদালতে গোপন করার দায়ে মামলার বাদি আনজুয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। বুধবার (৩১ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেন। দ-প্রাপ্ত শাহিন ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে। আর আনজুয়ারা একই গ্রামের আলম খাঁর স্ত্রী। জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের আলম খাঁর কাছ থেকে সাত হাজার টাকা ধার নেন শাহিন। এ নিয়ে আলম খাঁ ও শাহিনের মধ্যে দ্বন্দ চলছিল। ২০০৬ সালে ২০ মে রাতে আলম খাঁকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে বাড়ির পাশে ফেলে রাখেন। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় আলমকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামলার দীর্ঘ শুনানি শেষে শাহিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদ- আদেশ দেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য আসামিদের মামলা থেকে খালাশ দেওয়া হয়।