আজ শনিবার, ২০ মে ২০২৩ থেকে শুরু হল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট (৩৫তম ব্যাচ) এর ৩-দিনব্যাপী এক চূরান্ত প্রদর্শনী। রাজধানীর উত্তরায় ক্রিয়েটিভ দ্যা আর্ট গ্যালারীতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ^বিদ্যালয়ের আর্ট এন্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডটবিট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, উক্ত ডিপার্টমেন্টের উপদেষ্টা ও ঢকা বিশ^বিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর রেজা আসাদ আল হুদা অনুপম (বিশেষ অতিথি)সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
প্রদর্শনীতে মোট ৪৭ জন শিক্ষার্থী তাদের মূল্যবান প্রায় অর্ধশত পোর্টফোলিও, ডিজাইন ও মাল্টিমিডিয়ার কাজ প্রদর্শন করে। প্রদর্শনীর ডিসপ্লে থেকে শুরু করে প্রতিটি পর্বে ছিল নান্দনিকতা ও পেশাদারিত্বের ছোঁয়া। বিশেষ করে প্রতিটি ডিজাইনে ছিল ভিন্নমাত্রা ও যুগের আবেদন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পী মোস্তাফিজুল হক ও আগত অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে তাদের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করে নিজের সৃজনশীলতায় আস্থা ও প্রাধান্য দিয়ে সৃষ্টিশীলতার বিকাশ ঘটানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন। তাঁরা প্রদর্শিত ডিজাইনসহ অন্যান্য কাজের বিষয়বস্তু ও ব্যবহারিক দিক নিয়ে বিভিন্ন প্রশ্ন করে তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন। ৩দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনী ২০ থেকে ২২ মে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের প্রদর্শনী অনুষ্ঠিত
ট্যাগস :
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের প্রদর্শনী অনুষ্ঠিত
জনপ্রিয় সংবাদ