ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিগগিরই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ: স্বাস্থ্য অধিদফতর

  • আপডেট সময় : ০১:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষায় রয়েছেন তারা খুব শিগগিরই টিকা পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল রোববার অধিদফতর আয়োজিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকার অপেক্ষায় যারা রয়েছেন তাদের আমরা বলব, খুব দ্রুতই এটার অবসান ঘটবে। টিকার চালান পেয়ে গেলেই দ্বিতীয় ডোজের জন্য সুসংবাদটি আমরা দিতে পারব। প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয় এই কোভিশিল্ড টিকার মাধ্যমে। ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে সরকার তিন কোটি ডোজ টিকার জন্য চুক্তি করলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে সেরামের সঙ্গে চুক্তির মাত্র ৭০ লাখ ডোজ কোভিশিল্ড পায় বাংলাদেশ। তবে ভারত সরকার দুবারে বাংলাদেশকে এ টিকা উপহার দেয়। সব মিলিয়ে বাংলাদেশ কোভিশিল্ড পেয়েছে ১ কোটি দুই লাখ ডোজ। সে অনুযায়ী এখন মাত্র কোভিশিল্ডের ৮২ হাজার ৫৫৯ ডোজ টিকা অবশিষ্ট আছে বলে গতকাল ১৭ জুলাই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বর্তমানে প্রায় ১৪ লাখ মানুষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে।
(সিঙ্গেল)
আজ আসছে মডার্নার টিকা : দেশে আজ সোমবার মডার্নার আরও টিকা আসছে। গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল (আজ সোমবার) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্নার এ টিকার চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার দু শ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায় গত ৩ জুলাই।
এদিকে, গত শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়। ভ্যাকিসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার ( ১৮ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এল। প্রসঙ্গত, এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে ।
চীনে লেখাপড়া করা শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা নিতে হবে : বাংলাদেশের যেসব নাগরিক চীনে লেখাপড়া করছেন তাদের সিনোফার্মর টিকা নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার ( ১৮ জুলাই) অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, যেসব বাংলাদেশি শিক্ষার্থী চীনে লেখাপড়া করেন কিন্তু দেশে এসে এখন আবার যেতে হচ্ছে তাদের জন্য সিনোফার্মের টিকা যেসব কেন্দ্রে দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রে টিকা নেওয়ার জন্য নিবন্ধনের অনুরোধ করা হচ্ছে। কারণ, চীনে যারা লেখাপড়া করেন তাদের জন্য বাধ্যবাধকতা রয়েছে সিনোফার্মের টিকা নেওয়ার জন্য। তাই চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বিষয়টি খেয়াল রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, বলেন নাজমুল ইসলাম। দেশে ইতোমধ্যেই মডার্না এবং সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে জানিয়ে বলেন, দেশের ১২ সিটি কর্পোরেশন এলাকায় মডার্না এবং জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়। ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার ( ১৮ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এলো। এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে। আর তিনমাসের মধ্যে এসব টিকা দেশে এসে পৌঁছানোর কথা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মহান বিজয়ের মাস শুরু

শিগগিরই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ: স্বাস্থ্য অধিদফতর

আপডেট সময় : ০১:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষায় রয়েছেন তারা খুব শিগগিরই টিকা পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল রোববার অধিদফতর আয়োজিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকার অপেক্ষায় যারা রয়েছেন তাদের আমরা বলব, খুব দ্রুতই এটার অবসান ঘটবে। টিকার চালান পেয়ে গেলেই দ্বিতীয় ডোজের জন্য সুসংবাদটি আমরা দিতে পারব। প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয় এই কোভিশিল্ড টিকার মাধ্যমে। ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে সরকার তিন কোটি ডোজ টিকার জন্য চুক্তি করলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে সেরামের সঙ্গে চুক্তির মাত্র ৭০ লাখ ডোজ কোভিশিল্ড পায় বাংলাদেশ। তবে ভারত সরকার দুবারে বাংলাদেশকে এ টিকা উপহার দেয়। সব মিলিয়ে বাংলাদেশ কোভিশিল্ড পেয়েছে ১ কোটি দুই লাখ ডোজ। সে অনুযায়ী এখন মাত্র কোভিশিল্ডের ৮২ হাজার ৫৫৯ ডোজ টিকা অবশিষ্ট আছে বলে গতকাল ১৭ জুলাই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বর্তমানে প্রায় ১৪ লাখ মানুষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে।
(সিঙ্গেল)
আজ আসছে মডার্নার টিকা : দেশে আজ সোমবার মডার্নার আরও টিকা আসছে। গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল (আজ সোমবার) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্নার এ টিকার চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার দু শ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায় গত ৩ জুলাই।
এদিকে, গত শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়। ভ্যাকিসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার ( ১৮ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এল। প্রসঙ্গত, এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে ।
চীনে লেখাপড়া করা শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা নিতে হবে : বাংলাদেশের যেসব নাগরিক চীনে লেখাপড়া করছেন তাদের সিনোফার্মর টিকা নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার ( ১৮ জুলাই) অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, যেসব বাংলাদেশি শিক্ষার্থী চীনে লেখাপড়া করেন কিন্তু দেশে এসে এখন আবার যেতে হচ্ছে তাদের জন্য সিনোফার্মের টিকা যেসব কেন্দ্রে দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রে টিকা নেওয়ার জন্য নিবন্ধনের অনুরোধ করা হচ্ছে। কারণ, চীনে যারা লেখাপড়া করেন তাদের জন্য বাধ্যবাধকতা রয়েছে সিনোফার্মের টিকা নেওয়ার জন্য। তাই চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বিষয়টি খেয়াল রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, বলেন নাজমুল ইসলাম। দেশে ইতোমধ্যেই মডার্না এবং সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে জানিয়ে বলেন, দেশের ১২ সিটি কর্পোরেশন এলাকায় মডার্না এবং জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়। ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার ( ১৮ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এলো। এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে। আর তিনমাসের মধ্যে এসব টিকা দেশে এসে পৌঁছানোর কথা।