ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে দুই দশক পর ‘মানকি পক্স’ শনাক্ত

  • আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাসের হানায় প্রায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশক পর আবার শনাক্ত হয়েছে ‘মানকি পক্স’ ভাইরাস। নাম শুনেই বুঝাই যাচ্ছে যে, এই ভাইরাস এসেছে বানর থেকে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, সংক্রমণের ঘটনাটি ঘটেছে টেক্সাসে। সেখানকার একজন দিন কয়েক আগে গিয়েছিলেন নাইজেরিয়ায়। তিনি নাইজিরিয়ার লাগোস থেকে বিমানে চড়ে গত ৮ জুলাই যান আটলান্টায়। তারপর ৯ জুলাই আটলান্টা থেকে আরেকটি বিমানে তিনি টেক্সাসের ডালাসে যান। ওই ব্যক্তিই আক্রান্ত হয়েছেন ‘মানকি পক্স’ ভাইরাসে।
সিডিসি জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তির থেকে অন্য যাত্রীরাও সংক্রমিত হয়েছেন কিনা জানতে দুটি বিমানের সকলেরই খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। তাঁদেরও রক্তপরীক্ষা করাতে বলা হচ্ছে। ২০০১ সালে যখন শেষবার এই ভাইরাসের সংক্রমণ ঘটেছিল যুক্তরাষ্ট্রে তখন আক্রান্ত হয়েছিলেন ৪৭ জন। এই ভাইরাসও নিঃশ্বাসের সঙ্গে নাক থেকে বেরোনো ড্রপলেটের মাধ্যমেই ছড়ায় বলে সিডিসি সতর্ক করেছে সকলকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এই ভাইরাসের সংক্রমণ মূলত দেখা যায় মধ্য ও পশ্চিম আফ্রিকায়। মূলত বানরের শরীরে থাকলেও এই ভাইরাস অন্য প্রাণীর শরীরেও ঢুকতে পারে। মানুষের শরীরে ঢোকে মূলত বানর থেকে

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে দুই দশক পর ‘মানকি পক্স’ শনাক্ত

আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাসের হানায় প্রায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশক পর আবার শনাক্ত হয়েছে ‘মানকি পক্স’ ভাইরাস। নাম শুনেই বুঝাই যাচ্ছে যে, এই ভাইরাস এসেছে বানর থেকে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, সংক্রমণের ঘটনাটি ঘটেছে টেক্সাসে। সেখানকার একজন দিন কয়েক আগে গিয়েছিলেন নাইজেরিয়ায়। তিনি নাইজিরিয়ার লাগোস থেকে বিমানে চড়ে গত ৮ জুলাই যান আটলান্টায়। তারপর ৯ জুলাই আটলান্টা থেকে আরেকটি বিমানে তিনি টেক্সাসের ডালাসে যান। ওই ব্যক্তিই আক্রান্ত হয়েছেন ‘মানকি পক্স’ ভাইরাসে।
সিডিসি জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তির থেকে অন্য যাত্রীরাও সংক্রমিত হয়েছেন কিনা জানতে দুটি বিমানের সকলেরই খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। তাঁদেরও রক্তপরীক্ষা করাতে বলা হচ্ছে। ২০০১ সালে যখন শেষবার এই ভাইরাসের সংক্রমণ ঘটেছিল যুক্তরাষ্ট্রে তখন আক্রান্ত হয়েছিলেন ৪৭ জন। এই ভাইরাসও নিঃশ্বাসের সঙ্গে নাক থেকে বেরোনো ড্রপলেটের মাধ্যমেই ছড়ায় বলে সিডিসি সতর্ক করেছে সকলকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এই ভাইরাসের সংক্রমণ মূলত দেখা যায় মধ্য ও পশ্চিম আফ্রিকায়। মূলত বানরের শরীরে থাকলেও এই ভাইরাস অন্য প্রাণীর শরীরেও ঢুকতে পারে। মানুষের শরীরে ঢোকে মূলত বানর থেকে