ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

কৃষক হত্যায় বাবা ও ২ ছেলের যাবজ্জীবন

  • আপডেট সময় : ১১:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এক কৃষককে হত্যার দায়ে একই পরিবারের তিন জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। দ-প্রাপ্তরা হলেন- রায়পুর পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক, তার ছেলে জাহিদুল ইসলাম ও মো. খালেক। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহারের সূত্রে পিপি জসিম উদ্দিন জানান, নির্মাণাধীন মসজিদের জন্য টাকা উত্তোলনকে কেন্দ্র করে ছৈয়দ আহম্মদ নামে এক কৃষককে হত্যার দায়ে এই কারাদ-ের রায় দিয়েছেন আদালত। ছৈয়দ আহম্মদ শিবপুর এলাকার শামছুল হক বেপারীর ছেলে। ২০১৯ সালের ৭ আগস্ট তিনি বাড়ির পাশের একটি নির্মাণাধীন মসজিদের জন্য টাকা উত্তোলন করতে যান। এ সময় আসামি জাহিদের সঙ্গে তার মারামারির ঘটনা ঘটে। এতে ছৈয়দ আহত হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। একইদিন সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় ছৈয়দকে বাড়ির অদূরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় পরদিন ছৈয়দের মা রানী বেগম বাদী হয়ে রায়পুর থানায় ছেলে হত্যায় জড়িত থাকার সন্দেহে চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী জেলা কার্যালয়ের এসআই মোহাম্মদ নাজমুল হোসেন তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত বাবা-ছেলেসহ তিন জনের যাবজ্জীবন ও অপর আসামিকে খালাসের আদেশ দেন বলে জানান আইনজীবী জসিম উদ্দিন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কৃষক হত্যায় বাবা ও ২ ছেলের যাবজ্জীবন

আপডেট সময় : ১১:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এক কৃষককে হত্যার দায়ে একই পরিবারের তিন জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। দ-প্রাপ্তরা হলেন- রায়পুর পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক, তার ছেলে জাহিদুল ইসলাম ও মো. খালেক। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহারের সূত্রে পিপি জসিম উদ্দিন জানান, নির্মাণাধীন মসজিদের জন্য টাকা উত্তোলনকে কেন্দ্র করে ছৈয়দ আহম্মদ নামে এক কৃষককে হত্যার দায়ে এই কারাদ-ের রায় দিয়েছেন আদালত। ছৈয়দ আহম্মদ শিবপুর এলাকার শামছুল হক বেপারীর ছেলে। ২০১৯ সালের ৭ আগস্ট তিনি বাড়ির পাশের একটি নির্মাণাধীন মসজিদের জন্য টাকা উত্তোলন করতে যান। এ সময় আসামি জাহিদের সঙ্গে তার মারামারির ঘটনা ঘটে। এতে ছৈয়দ আহত হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। একইদিন সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় ছৈয়দকে বাড়ির অদূরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় পরদিন ছৈয়দের মা রানী বেগম বাদী হয়ে রায়পুর থানায় ছেলে হত্যায় জড়িত থাকার সন্দেহে চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী জেলা কার্যালয়ের এসআই মোহাম্মদ নাজমুল হোসেন তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত বাবা-ছেলেসহ তিন জনের যাবজ্জীবন ও অপর আসামিকে খালাসের আদেশ দেন বলে জানান আইনজীবী জসিম উদ্দিন।