নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভ্যাকসিন গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যৌক্তিক কারণ ছাড়া ভ্যাকসিন না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতের কাজের নিরাপত্তার স্বার্থে কর্মচারী-কর্মকর্তাদের ৩১ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন নিতে নিবন্ধন করার নির্দেশ দিয়ে গত শুক্রবার একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, এখনও যেসব কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে নিবন্ধন সম্পন্ন করে ৩১ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য বলা নির্দেশ দেওয়া হলো। টিকা নেয়ার পর ১ আগস্ট তা সহকারী রেজিস্টারকে জানাতে হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিন না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে বলা হয়েছে।
টিকা না নিলে ব্যবস্থা, কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্ট
ট্যাগস :
টিকা না নিলে ব্যবস্থা
জনপ্রিয় সংবাদ























