ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

এক সপ্তাহে দেশে শনাক্ত রোগী বেড়েছে ৩৫.৯%

  • আপডেট সময় : ০২:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার পর্যন্ত এর আগের এক সপ্তাহে সারাদেশে ১০৬ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে সারাদেশে ৭৮ জন রোগী শনাক্ত হয়েছিল। অর্থাৎ এক সপ্তাহে রোগী বেড়েছে ৩৫ দশমিক ৯ শতাংশ। এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে প্রতি সপ্তাহেই বাংলাদেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশে গত এক দিনে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১১৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২৪ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ০৭ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৩৬২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮৩৩ জন। গত একদিনে শনাক্ত রোগীদের ২৩ জনই ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া কুমিল্লা জেলায় একদিনে নতুন করে একজনের সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে। সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৪১ দিন কোভিডে আর কারও মৃত্যু হয়নি।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এক সপ্তাহে দেশে শনাক্ত রোগী বেড়েছে ৩৫.৯%

আপডেট সময় : ০২:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার পর্যন্ত এর আগের এক সপ্তাহে সারাদেশে ১০৬ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে সারাদেশে ৭৮ জন রোগী শনাক্ত হয়েছিল। অর্থাৎ এক সপ্তাহে রোগী বেড়েছে ৩৫ দশমিক ৯ শতাংশ। এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে প্রতি সপ্তাহেই বাংলাদেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশে গত এক দিনে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১১৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২৪ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ০৭ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৩৬২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮৩৩ জন। গত একদিনে শনাক্ত রোগীদের ২৩ জনই ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া কুমিল্লা জেলায় একদিনে নতুন করে একজনের সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে। সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৪১ দিন কোভিডে আর কারও মৃত্যু হয়নি।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।