ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সারাক্ষণ মোবাইলে চোখ রেখে কতটা ক্ষতি

  • আপডেট সময় : ০২:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : গোটা বিশ্ব এখন একটি ছোট্ট যন্ত্রের কাছে কাবু। ছোট থেকে বড় কেউই বাদ পড়ছে না। যন্ত্রটার নাম মোবাইল ফোন। জামা-কাপড় থেকে শুরু করে ওষুধ, অজানা তথ্য, সবকিছুকেই অনায়াসে হাতের নাগালে এনে দিয়েছে এই মোবাইল। কাজের প্রয়োজনেও ডিজিটাল মাধ্যমে চোখ রাখা ছাড়া উপায় নেই। কিন্তু আপনি কি জানেন এর জন্য কতটা ক্ষতি হতে পারে আপনার চোখের? শুধু চোখ নয়, অতিরিক্ত চাপ পড়ে আপনার মস্তিষ্কেও। এমনকি কানে শোনাও বন্ধ হয়ে যেতে পারে। এ সবের জন্য আগাম সতর্কতা কতটা জরুরি? কী বলেছেন চিকিৎসকরা?
মোবাইলের অতিরিক্ত ব্যবহারে নয়, অনেক সময় ভুল ব্যবহারেও চোখের ক্ষতি হতে পারে। মোবাইল চোখের খুব কাছে থাকে। এর থেকে বের হওয়া রশ্মি রেটিনার ওপর চাপ সৃষ্টি করে। ঝাপসা করে দেয় চোখের দৃষ্টি। আমরা বেশিরভাগই কম আলোতে মোবাইলের ব্যবহার করি। তা কিন্তু একদমই উচিত না। এতে চোখ ও তার পার্শ্ববর্তী পেশিগুলোতেও চাপ পড়ে। মাথা ব্যথা শুরু হয়। অনেকক্ষণ মোবাইলের দিকে তাকানোর পর অন্য কোথাও তাকালে মনে হয় চোখের সামনে কালো ছোপ পড়েছে। মোবাইলের বেশি ব্যবহারের জন্যই এমন হয়ে থাকে।
আপনি কি জানেন, এর জন্য চোখের পানি শুকিয়ে যেতে পারে, হতে পারে চুলকানি, চোখ জ্বালার মতো ভয়ঙ্কর সমস্যাও। এমনকি চোখে ছানিও পড়তে পারে। এ বিষয়ে কী কী সতর্কতা ব্যবস্থা নিতে বলছেন বিশেষজ্ঞরা। আপনি যদি কাজের জন্য অনেকক্ষণ ধরে মোবাইল ব্যবহার করেন, অন্তত ২০ মিনিটের বিরতি নিন। বেশিরভাগ ফোনে অ্যান্টি প্লেয়ার স্ক্রিন থাকে, তা ব্যবহার করুন। এর ফলে স্ক্রিন থেকে বের হওয়া নীল রশ্মির পরিমাণ কম হয়। কিছুটা হলেও চোখ ক্ষতিকর রশ্মির হাত থেকে রেহাই পাবে। বিছানায় শুয়ে মোবাইল দেখার অভ্যাস থাকলে এখনই বদলে ফেলুন। আপনার চোখ আর মোবাইলের মধ্যে ১৬-১৮ ইঞ্চি দুরত্ব রাখুন। চিকিৎসকরা বলেন, নিয়মিত চোখের ব্যায়াম করা খুবই জরুরি। চোখের সমস্যাকে কখনোই হালকা ভাবে নেবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সারাক্ষণ মোবাইলে চোখ রেখে কতটা ক্ষতি

আপডেট সময় : ০২:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

প্রত্যাশা ডেস্ক : গোটা বিশ্ব এখন একটি ছোট্ট যন্ত্রের কাছে কাবু। ছোট থেকে বড় কেউই বাদ পড়ছে না। যন্ত্রটার নাম মোবাইল ফোন। জামা-কাপড় থেকে শুরু করে ওষুধ, অজানা তথ্য, সবকিছুকেই অনায়াসে হাতের নাগালে এনে দিয়েছে এই মোবাইল। কাজের প্রয়োজনেও ডিজিটাল মাধ্যমে চোখ রাখা ছাড়া উপায় নেই। কিন্তু আপনি কি জানেন এর জন্য কতটা ক্ষতি হতে পারে আপনার চোখের? শুধু চোখ নয়, অতিরিক্ত চাপ পড়ে আপনার মস্তিষ্কেও। এমনকি কানে শোনাও বন্ধ হয়ে যেতে পারে। এ সবের জন্য আগাম সতর্কতা কতটা জরুরি? কী বলেছেন চিকিৎসকরা?
মোবাইলের অতিরিক্ত ব্যবহারে নয়, অনেক সময় ভুল ব্যবহারেও চোখের ক্ষতি হতে পারে। মোবাইল চোখের খুব কাছে থাকে। এর থেকে বের হওয়া রশ্মি রেটিনার ওপর চাপ সৃষ্টি করে। ঝাপসা করে দেয় চোখের দৃষ্টি। আমরা বেশিরভাগই কম আলোতে মোবাইলের ব্যবহার করি। তা কিন্তু একদমই উচিত না। এতে চোখ ও তার পার্শ্ববর্তী পেশিগুলোতেও চাপ পড়ে। মাথা ব্যথা শুরু হয়। অনেকক্ষণ মোবাইলের দিকে তাকানোর পর অন্য কোথাও তাকালে মনে হয় চোখের সামনে কালো ছোপ পড়েছে। মোবাইলের বেশি ব্যবহারের জন্যই এমন হয়ে থাকে।
আপনি কি জানেন, এর জন্য চোখের পানি শুকিয়ে যেতে পারে, হতে পারে চুলকানি, চোখ জ্বালার মতো ভয়ঙ্কর সমস্যাও। এমনকি চোখে ছানিও পড়তে পারে। এ বিষয়ে কী কী সতর্কতা ব্যবস্থা নিতে বলছেন বিশেষজ্ঞরা। আপনি যদি কাজের জন্য অনেকক্ষণ ধরে মোবাইল ব্যবহার করেন, অন্তত ২০ মিনিটের বিরতি নিন। বেশিরভাগ ফোনে অ্যান্টি প্লেয়ার স্ক্রিন থাকে, তা ব্যবহার করুন। এর ফলে স্ক্রিন থেকে বের হওয়া নীল রশ্মির পরিমাণ কম হয়। কিছুটা হলেও চোখ ক্ষতিকর রশ্মির হাত থেকে রেহাই পাবে। বিছানায় শুয়ে মোবাইল দেখার অভ্যাস থাকলে এখনই বদলে ফেলুন। আপনার চোখ আর মোবাইলের মধ্যে ১৬-১৮ ইঞ্চি দুরত্ব রাখুন। চিকিৎসকরা বলেন, নিয়মিত চোখের ব্যায়াম করা খুবই জরুরি। চোখের সমস্যাকে কখনোই হালকা ভাবে নেবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।