ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

জার্মানিতে ভারী বৃষ্টি, বন্যা : নিহত ৬, নিখোঁজ ৩০

  • আপডেট সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ১৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পর বন্যায় ২ দমকল কর্মীসহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বন্যার কারণে এরই মধ্যে ওই অঞ্চলের অন্তত ৬টি বাড়ি ধসে পড়েছে, আরও বেশ কয়েকটি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বন শহরের দেিণ আরভেইলার জেলায় বন্যায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি ৩০ জন নিখোঁজ বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে সেখানকার পুলিশ। আর নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতর আটকা পড়া প্রায় ৫০ জন ছাদে আশ্রয় নিয়েছেন।
‘অনেক এলাকায় ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে, যে কারণে আমরা এখনো য়তির পুরো চিত্রটা পাইনি,’ বলেছেন পুলিশের এক মুখপাত্র।
বনের উত্তরপূর্বের জাউয়াল্যান্ড অঞ্চলে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ; এদের মধ্যে একজনের মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ।
বন্যার কারণে সড়ক ও রেল যোগাযোগ বিঘিœত হয়েছে। রাইন নদীতে নৌযানের চলাচল স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার জার্মানির দণিপশ্চিমাঞ্চলে আরও বৃষ্টি হতে পারে বলে দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জার্মানিতে ভারী বৃষ্টি, বন্যা : নিহত ৬, নিখোঁজ ৩০

আপডেট সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পর বন্যায় ২ দমকল কর্মীসহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বন্যার কারণে এরই মধ্যে ওই অঞ্চলের অন্তত ৬টি বাড়ি ধসে পড়েছে, আরও বেশ কয়েকটি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বন শহরের দেিণ আরভেইলার জেলায় বন্যায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি ৩০ জন নিখোঁজ বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে সেখানকার পুলিশ। আর নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতর আটকা পড়া প্রায় ৫০ জন ছাদে আশ্রয় নিয়েছেন।
‘অনেক এলাকায় ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে, যে কারণে আমরা এখনো য়তির পুরো চিত্রটা পাইনি,’ বলেছেন পুলিশের এক মুখপাত্র।
বনের উত্তরপূর্বের জাউয়াল্যান্ড অঞ্চলে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ; এদের মধ্যে একজনের মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ।
বন্যার কারণে সড়ক ও রেল যোগাযোগ বিঘিœত হয়েছে। রাইন নদীতে নৌযানের চলাচল স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার জার্মানির দণিপশ্চিমাঞ্চলে আরও বৃষ্টি হতে পারে বলে দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।