ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

মহাকাশে মানুষ বহনের অনুমতি পেল ব্লু অরিজিন

  • আপডেট সময় : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ব্লু অরিজিনকে নিউ শেপার্ড উৎক্ষেপণ প্রক্রিয়ায় মহাকাশে মানুষ বহনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ২০ জুলাই মহাকাশের প্রান্তে যাওয়ার কথা রয়েছে সাবেক অ্যামাজন প্রধান জেফ বেজোসের।

এ সফরে বেজোসের সঙ্গী হবেন তার ভাই মার্ক বেজোস। সোমবার ব্লু অরিজিন অনুমোদনটি পেয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। অনুমোদন পেতে পরীক্ষামূলক ফ্লাইটে নিজ হার্ডওয়্যার ও সফটওয়্যারের নিরাপত্তার প্রমাণ দিতে হয়েছে ব্লু অরিজিনকে। এফএএ নিশ্চিত করেছে, প্রতিষ্ঠানটির মহাকাশযান নিউ শেপার্ড নিয়ন্ত্রকদের শর্ত পূরণ করতে পেরেছে। এদিকে, সম্প্রতি নিজ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের রকেটে প্লেনে সওয়ার হয়ে সফলভাবে মহাকাশ প্রান্ত থেকে ঘুরে এসেছেন ব্রিটিশ শতকোটিপতি রিচার্ড ব্র্যানসন। এর ঠিক এক সপ্তাহ পরেই মহাকাশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ব্লু অরিজিনের ফ্লাইটটির। নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে মহাকাশ ছুঁয়ে আসার প্রতিযোগিতায় মেতেছেন বিশ্বের শতেকোটিপতিরা। এর মধ্যে প্রথম হয়েছেন রিচার্ড ব্র্যানসন। সব ঠিক থাকলে দ্বিতীয় স্থানটি দখল করে নেবেন জেফ বেজোস। ইলন মাস্কও পিছিয়ে নেই, মহাকাশ পর্যটনের প্রস্তুতি নিচ্ছেন তিনিও। বিশ্বে মহাকাশ ভ্রমণ বাজার গড়ে উঠছে। সুইস-নির্ভর বিনিয়োগ ব্যাংক ইউএসবি অনুমান করছে, রকেট সফরকে নিরাপদ প্রমাণ করতে পারলে এ খাতের বাজার গিয়ে দাঁড়াবে তিনশ’ কোটি ডলারের ঘরে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনেক বছর পর সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

মহাকাশে মানুষ বহনের অনুমতি পেল ব্লু অরিজিন

আপডেট সময় : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

প্রত্যাশা ডেস্ক : ব্লু অরিজিনকে নিউ শেপার্ড উৎক্ষেপণ প্রক্রিয়ায় মহাকাশে মানুষ বহনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ২০ জুলাই মহাকাশের প্রান্তে যাওয়ার কথা রয়েছে সাবেক অ্যামাজন প্রধান জেফ বেজোসের।

এ সফরে বেজোসের সঙ্গী হবেন তার ভাই মার্ক বেজোস। সোমবার ব্লু অরিজিন অনুমোদনটি পেয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। অনুমোদন পেতে পরীক্ষামূলক ফ্লাইটে নিজ হার্ডওয়্যার ও সফটওয়্যারের নিরাপত্তার প্রমাণ দিতে হয়েছে ব্লু অরিজিনকে। এফএএ নিশ্চিত করেছে, প্রতিষ্ঠানটির মহাকাশযান নিউ শেপার্ড নিয়ন্ত্রকদের শর্ত পূরণ করতে পেরেছে। এদিকে, সম্প্রতি নিজ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের রকেটে প্লেনে সওয়ার হয়ে সফলভাবে মহাকাশ প্রান্ত থেকে ঘুরে এসেছেন ব্রিটিশ শতকোটিপতি রিচার্ড ব্র্যানসন। এর ঠিক এক সপ্তাহ পরেই মহাকাশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ব্লু অরিজিনের ফ্লাইটটির। নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে মহাকাশ ছুঁয়ে আসার প্রতিযোগিতায় মেতেছেন বিশ্বের শতেকোটিপতিরা। এর মধ্যে প্রথম হয়েছেন রিচার্ড ব্র্যানসন। সব ঠিক থাকলে দ্বিতীয় স্থানটি দখল করে নেবেন জেফ বেজোস। ইলন মাস্কও পিছিয়ে নেই, মহাকাশ পর্যটনের প্রস্তুতি নিচ্ছেন তিনিও। বিশ্বে মহাকাশ ভ্রমণ বাজার গড়ে উঠছে। সুইস-নির্ভর বিনিয়োগ ব্যাংক ইউএসবি অনুমান করছে, রকেট সফরকে নিরাপদ প্রমাণ করতে পারলে এ খাতের বাজার গিয়ে দাঁড়াবে তিনশ’ কোটি ডলারের ঘরে।