ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

লোকসানের মুখে চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং

  • আপডেট সময় : ০৯:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : মেমোরি চিপ উৎপাদনে হ্রাস টানতে চলেছে ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং। ত্রৈমাসিক লভ্যাংশের হার ৯৬ শতাংশ কমে যাওয়ার পরই এমন সিদ্ধান্তের কথা জানালো প্রতিষ্ঠানটি। পৃথিবীর বৃহত্তম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি বলছে, বৈশ্বিক অর্থনীতির মন্থর গতি ও করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মেমোরি চিপের চাহিদা কমে গেছে। প্রাথমিকভাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হিসেব অনুযায়ী প্রতিষ্ঠানটির লাভ কমে গেছে প্রায় ৪৫৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮১২ কোটি টাকার কাছাকাছি। গত বছরে এই লোকসানের পরিমাণ ছিলো এর দ্বিগুণের চেয়েও বেশি।
যদিও চিপ উৎপাদনে হ্রাস টানার খবর ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ারের দাম এক লাফে ৪ শতাংশ বেড়ে গেছে। এ বিষয়ে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং জানায়, প্রয়োজন অনুযায়ী মেমোরি চিপ উৎপাদন কমিয়ে আনবো। তবে যেসব পণ্য নিয়মিত বিক্রি হয়, সেসবের ওপর এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না। মেমোরি চিপ, স্মার্টফোন ও টেলিভিশন প্রস্তুতে বর্তমান বিশ্বের সব চেয়ে বড় প্রতিষ্ঠান স্যামসাং। এই টেক জায়ান্টের এরকম উৎপাদন হ্রাসের ঘোষণা হরহামেশা দেখা যায় না। গত মাসেই দক্ষিণ কোরিয়ার বৃহৎ চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল স্যামসাং। সূত্র: বিবিসি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

লোকসানের মুখে চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং

আপডেট সময় : ০৯:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

প্রযুক্তি ডেস্ক : মেমোরি চিপ উৎপাদনে হ্রাস টানতে চলেছে ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং। ত্রৈমাসিক লভ্যাংশের হার ৯৬ শতাংশ কমে যাওয়ার পরই এমন সিদ্ধান্তের কথা জানালো প্রতিষ্ঠানটি। পৃথিবীর বৃহত্তম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি বলছে, বৈশ্বিক অর্থনীতির মন্থর গতি ও করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মেমোরি চিপের চাহিদা কমে গেছে। প্রাথমিকভাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হিসেব অনুযায়ী প্রতিষ্ঠানটির লাভ কমে গেছে প্রায় ৪৫৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮১২ কোটি টাকার কাছাকাছি। গত বছরে এই লোকসানের পরিমাণ ছিলো এর দ্বিগুণের চেয়েও বেশি।
যদিও চিপ উৎপাদনে হ্রাস টানার খবর ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ারের দাম এক লাফে ৪ শতাংশ বেড়ে গেছে। এ বিষয়ে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং জানায়, প্রয়োজন অনুযায়ী মেমোরি চিপ উৎপাদন কমিয়ে আনবো। তবে যেসব পণ্য নিয়মিত বিক্রি হয়, সেসবের ওপর এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না। মেমোরি চিপ, স্মার্টফোন ও টেলিভিশন প্রস্তুতে বর্তমান বিশ্বের সব চেয়ে বড় প্রতিষ্ঠান স্যামসাং। এই টেক জায়ান্টের এরকম উৎপাদন হ্রাসের ঘোষণা হরহামেশা দেখা যায় না। গত মাসেই দক্ষিণ কোরিয়ার বৃহৎ চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল স্যামসাং। সূত্র: বিবিসি