ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বর থেকে স্পুটনিক ভি উৎপাদনে যাচ্ছে সেরাম

  • আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সেপ্টেম্বর মাস থেকে করোনাভাইরাসের রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এরইমধ্যে সেরামকে এই টিকা তৈরির ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রকের দফতর। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া।
প্রতিবেদনে বরা হয়েছে, স্পুটনিক ভি উৎপাদনের যাবতীয় যন্ত্রপাতি ইতোমধ্যেই হাতে পেয়েছে সেরাম। ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে, বছরে ৩০০ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটের কর্নধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ আসবে।

এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে সতর্ক করেছেন। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশ এবং উত্তরাখ-ের একাধিক ট্যুরিস্ট জোনে পর্যটকদের ঢল নেমেছে। মাস্ক ছাড়াই সেখানে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। এতে ফের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে দুই রাজ্যের প্রধানকে সতর্ক করেছেন মোদি।

জুলাই মাসে দিনে এক কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মোদি সরকার। তবে বাস্তবে সেটি কার্যকর হয়নি। উল্টো জুলাই মাস থেকে দৈনিক টিকাদান অনেকটাই কমে গিয়েছে। এতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন গবেষকরা। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ডিসেম্বরের মধ্যেই গোটা দেশে করোনার টিকাকরণ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান বিজয়ের মাস শুরু

সেপ্টেম্বর থেকে স্পুটনিক ভি উৎপাদনে যাচ্ছে সেরাম

আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সেপ্টেম্বর মাস থেকে করোনাভাইরাসের রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এরইমধ্যে সেরামকে এই টিকা তৈরির ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রকের দফতর। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া।
প্রতিবেদনে বরা হয়েছে, স্পুটনিক ভি উৎপাদনের যাবতীয় যন্ত্রপাতি ইতোমধ্যেই হাতে পেয়েছে সেরাম। ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে, বছরে ৩০০ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটের কর্নধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ আসবে।

এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে সতর্ক করেছেন। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশ এবং উত্তরাখ-ের একাধিক ট্যুরিস্ট জোনে পর্যটকদের ঢল নেমেছে। মাস্ক ছাড়াই সেখানে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। এতে ফের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে দুই রাজ্যের প্রধানকে সতর্ক করেছেন মোদি।

জুলাই মাসে দিনে এক কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মোদি সরকার। তবে বাস্তবে সেটি কার্যকর হয়নি। উল্টো জুলাই মাস থেকে দৈনিক টিকাদান অনেকটাই কমে গিয়েছে। এতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন গবেষকরা। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ডিসেম্বরের মধ্যেই গোটা দেশে করোনার টিকাকরণ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।