প্রত্যাশা ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থান রাজ্যে রবিবার বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১৭ জন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজস্থানের রাজধানী জয়পুরে একটি ওয়াচটাওয়ারে সেলফি তুলতে গিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে শুধু উত্তরপ্রদেশেই মারা গেছেন ৪১ জন। রাজস্থানে মোট সংখ্যা ২০। মধ্যপ্রদেশে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, ‘রাজস্থানের কিছু এলাকায় বজ্রপাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে জানাই গভীর সমবেদনা।’
রাজস্থানে মৃতদের মধ্যে ১১ জন জয়পুর, চারজন কোটা, তিনজন ঢোলপুর, একজন ঝালওয়ার ও একজন বারানের বাসিন্দা। জয়পুরের আমের এলাকায় একটি ওয়াচটাওয়ারে ৪০ মিনিটের মধ্যে পরপর দুবার বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়। তাঁরা সেখানে উঠে সেলফি তুলছিলেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে জয়পুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ রুপি করে দেয়ার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। রাজস্থানের সাবেক উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট ও সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও শোক প্রকাশ করেছেন এই ঘটনায়।
ভারতে তিন রাজ্যে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ