ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

গাজার ওপর গিয়ে পড়ল ইসরায়েলি ড্রোন

  • আপডেট সময় : ১২:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি ভবনের ওপর ইসরায়েলের একটি ড্রোন পড়েছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত বুধবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত হানুন শহরের একটি ভবনের ছাদের ওপর ওই ড্রোনটি পড়ে। স্থানীয় বাসিন্দারা ড্রোনটি উদ্ধার করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সদর দফতরে পৌঁছে দেয়। তবে ফিলিস্তিনের গণমাধ্যমগুলো ভিন্ন খবর ছেপেছে। তারা বলছে- গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ভূপাতিত হয়েছে ওই ড্রোন।
পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের গত কয়েকদিন ধরে যখন দফায় দফায় সংঘর্ষ চলছে এবং পুরো ফিলিস্তিনজুড়ে ইসরাইল-বিরোধী উত্তেজনা বিরাজ করছে তখন এই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল।
গত সোমবার ইসরায়েলের কয়েকটি সূত্র জানিয়েছিল, গাজা উপত্যকা থেকে ইসরাইলকে ল্য করে একটি মর্টারের গোলা নিপে করা হয়। এরপর গাজা থেকে ৪০টি রকেট ছোঁড়া হয়েছে। ফাতাহ আল-আকসা শহীদ ব্রিগেড এবং ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের আবু আলী ব্রিগেড এসব রকেট ছোঁড়ার দায়িত্ব স্বীকার করেছে। চলতি বছরের প্রথম দিকে ইসরায়েলের জেরুজালেম পোস্ট বলেছিল, গাজা ও লেবাননে মাছির মতো পড়ছে ইসরায়েলি ড্রোন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গাজার ওপর গিয়ে পড়ল ইসরায়েলি ড্রোন

আপডেট সময় : ১২:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি ভবনের ওপর ইসরায়েলের একটি ড্রোন পড়েছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত বুধবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত হানুন শহরের একটি ভবনের ছাদের ওপর ওই ড্রোনটি পড়ে। স্থানীয় বাসিন্দারা ড্রোনটি উদ্ধার করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সদর দফতরে পৌঁছে দেয়। তবে ফিলিস্তিনের গণমাধ্যমগুলো ভিন্ন খবর ছেপেছে। তারা বলছে- গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ভূপাতিত হয়েছে ওই ড্রোন।
পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের গত কয়েকদিন ধরে যখন দফায় দফায় সংঘর্ষ চলছে এবং পুরো ফিলিস্তিনজুড়ে ইসরাইল-বিরোধী উত্তেজনা বিরাজ করছে তখন এই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল।
গত সোমবার ইসরায়েলের কয়েকটি সূত্র জানিয়েছিল, গাজা উপত্যকা থেকে ইসরাইলকে ল্য করে একটি মর্টারের গোলা নিপে করা হয়। এরপর গাজা থেকে ৪০টি রকেট ছোঁড়া হয়েছে। ফাতাহ আল-আকসা শহীদ ব্রিগেড এবং ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের আবু আলী ব্রিগেড এসব রকেট ছোঁড়ার দায়িত্ব স্বীকার করেছে। চলতি বছরের প্রথম দিকে ইসরায়েলের জেরুজালেম পোস্ট বলেছিল, গাজা ও লেবাননে মাছির মতো পড়ছে ইসরায়েলি ড্রোন।