নিজস্ব প্রতিবেদক : উপসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এক উপসচিব ও এক যুগ্মসচিব সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. আবু হাসান সিদ্দিককে জননিরাপত্তা বিভাগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব শেখ শামছুর রহমানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মনজুরুল কাদের আগামী ২ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসর যাচ্ছেন। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা শাম্মী আরা চৌধুরী আগামী ৩০ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন বলে আরেক প্রজ্ঞাপনে জানানো হয়।
তিন উপসচিবকে বদলি, একজন অবসরে
ট্যাগস :
তিন উপসচিবকে বদলি
জনপ্রিয় সংবাদ