অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বুধবার (২৯ মার্চ) আইএফআইসি ব্যাংকের মাগুরা শাখার উদ্বোধন হলো। মাগুরা সদর থানার দে মার্কেটে শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ বিজনেস অফিসার (এসএমই অ্যান্ড রিটেইল) গীতাঙ্ক দেবদীপ দত্তের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, মাগুরা জেলার ইউএনও মোঃ তারিফ-উল হাসান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ এবং অত্র এলাকার গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।