অর্থ-বাণিজ্য ডেস্ক : খুলনার সোনাডাঙ্গাতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৪তম উপশাখা উদ্বোধন করা হয়ছে। গতকাল বুধবার সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন। এ সময় খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা প্রধান, সোনাডাঙ্গা উপশাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খুলনার সোনাডাঙ্গার স্থানীয় বাসিন্দারা এখন তাদের সন্নিকটেই ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মেহেমুদ হোসেন আশাবাদ ব্যক্ত করেন।