ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

  • আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

পার্সটুডে : জাপান সাগরে শত্রুর একটি কল্পিত টার্গেট লক্ষ্য করে দু’টি সুপারসনিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। আমেরিকার সঙ্গে জাপানের সামরিক সহযোগিতা নিয়ে যখন রাশিয়ার সঙ্গে জাপানের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানাল। ওই মন্ত্রণালয় বলেছে, দু’টি রুশ যুদ্ধজাহাজ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরবর্তী শত্রুর একটি কল্পিত কৃত্রিম যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ‘মস্কিট’ নামক ওই সুপারসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি প্রচলিত যুদ্ধাস্ত্রের পাশাপাশি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম বলে মস্কো জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন পি-২৭০ মস্কিট ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের যেকোনো যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের আরো কয়েকটি জাহজ, যুদ্ধবিমান ও ড্রোন এই মহড়ায় অংশ নিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

পার্সটুডে : জাপান সাগরে শত্রুর একটি কল্পিত টার্গেট লক্ষ্য করে দু’টি সুপারসনিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। আমেরিকার সঙ্গে জাপানের সামরিক সহযোগিতা নিয়ে যখন রাশিয়ার সঙ্গে জাপানের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানাল। ওই মন্ত্রণালয় বলেছে, দু’টি রুশ যুদ্ধজাহাজ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরবর্তী শত্রুর একটি কল্পিত কৃত্রিম যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ‘মস্কিট’ নামক ওই সুপারসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি প্রচলিত যুদ্ধাস্ত্রের পাশাপাশি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম বলে মস্কো জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন পি-২৭০ মস্কিট ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের যেকোনো যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের আরো কয়েকটি জাহজ, যুদ্ধবিমান ও ড্রোন এই মহড়ায় অংশ নিয়েছে।