নিজস্ব প্রতিবেদক :ছুটির দাবিতে রাজধানীর মিরপুরসহ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার সকাল ১০টার পর তারা কাফরুল, ভাষাণটেক, মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ১০ দিনের ঈদের ছুটির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। পায়ে হেঁটে অনেক মানুষকে গন্তব্যে যেতে দেখা গেছে।
শনিবার দুপুরে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান বলেন, ‘১০ দিনের ছুটির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। কাফরুল ও ভাষাণটেক এলাকায় মূলত বেশ কয়েকটি কারাখানার শ্রমিকরা অবস্থান নিয়েছেন। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।’ উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে এবার ঈদে ৩ তিনের ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নিজ নিজ কর্ম এলাকায় সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছুটির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ