ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য টিকটকের হাতে!

  • আপডেট সময় : ১০:২৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ভারতে তিন বছরেরও বেশি সময় ধরে টিকটক নিষিদ্ধ। ফোর্বসের দাবি, এখনো কোটি কোটি ভারতীয় টিকটক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রয়েছে চীনের হাতে! যদিও এসব দাবি উড়িয়ে দিয়েছে টিকটক।
সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ফোর্বসের সঙ্গে কথা বলার সময় টিকটকের এক কর্মী তাদের বলেছেন, ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পরও তাদের কোনো ধারণা নেই, এ মুহূর্তে চীনের কাছে তাদের কতজনের ব্যক্তিগত তথ্য রয়ে গেছে। সেই তালিকায় ভারতীয় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষসহ সবাই রয়েছেন। যদিও এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে চীনা এ সংস্থাটি।
এদিকে ভারতসহ একাধিক দেশের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের সমস্ত তথ্য পাচার করছে চীন। সম্প্রতি একই দাবিতে সোচ্চার হতে দেখা গেছে আমেরিকাকেও। উল্লেখ্য, নিষিদ্ধ হওয়ার সময় ১৫ কোটি ভারতীয় ব্যবহারকারী ছিল টিকটকের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য টিকটকের হাতে!

আপডেট সময় : ১০:২৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

প্রযুক্তি ডেস্ক : ভারতে তিন বছরেরও বেশি সময় ধরে টিকটক নিষিদ্ধ। ফোর্বসের দাবি, এখনো কোটি কোটি ভারতীয় টিকটক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রয়েছে চীনের হাতে! যদিও এসব দাবি উড়িয়ে দিয়েছে টিকটক।
সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ফোর্বসের সঙ্গে কথা বলার সময় টিকটকের এক কর্মী তাদের বলেছেন, ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পরও তাদের কোনো ধারণা নেই, এ মুহূর্তে চীনের কাছে তাদের কতজনের ব্যক্তিগত তথ্য রয়ে গেছে। সেই তালিকায় ভারতীয় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষসহ সবাই রয়েছেন। যদিও এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে চীনা এ সংস্থাটি।
এদিকে ভারতসহ একাধিক দেশের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের সমস্ত তথ্য পাচার করছে চীন। সম্প্রতি একই দাবিতে সোচ্চার হতে দেখা গেছে আমেরিকাকেও। উল্লেখ্য, নিষিদ্ধ হওয়ার সময় ১৫ কোটি ভারতীয় ব্যবহারকারী ছিল টিকটকের।