ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ গ্রহণে বাধা নেই

  • আপডেট সময় : ১২:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের চেম্বার আদালতে গেজেট স্থগিতের আবেদন খারিজ হয়ে যাওয়ায় নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী কার্যক্রমে আর কোনও বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
গতকাল মঙ্গলবার আপিল বিভাগে রিট আবেদনকারী আইনজীবীর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে নয়, মো. সাহাবুদ্দিনকে মনোনীত করে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন স্থগিতের বিষয়ে রিট করা হয়েছিল। ওই রিট মেন্টেনেবল না, তাই হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছিলেন। ওই খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। আপিল আবেদনটিও চেম্বার জজ আদালত খারিজ করেছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ায় আইনগত কোনও বাধা নেই। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির শপথ নিতেও কোনও বাধা নেই। এর আগে, এদিন রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ গ্রহণে বাধা নেই

আপডেট সময় : ১২:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের চেম্বার আদালতে গেজেট স্থগিতের আবেদন খারিজ হয়ে যাওয়ায় নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী কার্যক্রমে আর কোনও বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
গতকাল মঙ্গলবার আপিল বিভাগে রিট আবেদনকারী আইনজীবীর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে নয়, মো. সাহাবুদ্দিনকে মনোনীত করে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন স্থগিতের বিষয়ে রিট করা হয়েছিল। ওই রিট মেন্টেনেবল না, তাই হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছিলেন। ওই খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। আপিল আবেদনটিও চেম্বার জজ আদালত খারিজ করেছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ায় আইনগত কোনও বাধা নেই। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির শপথ নিতেও কোনও বাধা নেই। এর আগে, এদিন রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।