ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

সৌদিতে এক সপ্তাহে সাড়ে ১৬ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

  • আপডেট সময় : ০১:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে প্রায় সাড়ে ১৬ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, বাসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সৌদিজুড়ে অভিযান চালিয়ে এ সময়ে ১৬ হাজার ৪৭১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়। খবর গাল্ফ নিউজের।
সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ থেকে ১৫ মার্চের মধ্যে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট সৌদি আরবের বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ওই সব প্রবাসীদের গ্রেফতার করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারদের মধ্যে আবাসিক নিয়ম ভঙ্গ করেছে নয় হাজার ২৫ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম ভেঙেছে পাঁচ হাজার ১০৫ জন এবং শ্রম আইনের লঙ্ঘন করেছে দুই হাজর ৩৪১ জন। তাছাড়া সৌদি আরবে প্রবেশের সময় সীমান্ত এলাকায় আরও এক হাজার ১৮৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান ও দুই শতাংশ অন্যান্য। ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে যাওয়ার সময়। অবৈধ প্রবাসীদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের মধ্যে থেকেও চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ১৭ হাজারে বেশি মানুষকে আইনের মুখোমুখি করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ২৫০ এবং নারী তিন হাজার ২০ জন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে এক সপ্তাহে সাড়ে ১৬ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে প্রায় সাড়ে ১৬ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, বাসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সৌদিজুড়ে অভিযান চালিয়ে এ সময়ে ১৬ হাজার ৪৭১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়। খবর গাল্ফ নিউজের।
সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ থেকে ১৫ মার্চের মধ্যে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট সৌদি আরবের বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ওই সব প্রবাসীদের গ্রেফতার করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারদের মধ্যে আবাসিক নিয়ম ভঙ্গ করেছে নয় হাজার ২৫ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম ভেঙেছে পাঁচ হাজার ১০৫ জন এবং শ্রম আইনের লঙ্ঘন করেছে দুই হাজর ৩৪১ জন। তাছাড়া সৌদি আরবে প্রবেশের সময় সীমান্ত এলাকায় আরও এক হাজার ১৮৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান ও দুই শতাংশ অন্যান্য। ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে যাওয়ার সময়। অবৈধ প্রবাসীদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের মধ্যে থেকেও চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ১৭ হাজারে বেশি মানুষকে আইনের মুখোমুখি করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ২৫০ এবং নারী তিন হাজার ২০ জন।