ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাই-বোনের

  • আপডেট সময় : ০২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিমা আক্তার (১৬) ও আবদুর রহমান ফাহিম (৭) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভুঁইয়া বাড়ির মৃত মো. শাহজাহান ভুঁইয়ার সন্তান। শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় মো. মোরশেদ হেলালী ভুঁইয়া জানান, ফাহিম তাদের ঘরের পাশে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন ফাহিমা এগিয়ে গেলে সেও ওই তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফাহিম শারীরিক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্রী। তাদের অপর ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাই-বোনের

আপডেট সময় : ০২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিমা আক্তার (১৬) ও আবদুর রহমান ফাহিম (৭) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভুঁইয়া বাড়ির মৃত মো. শাহজাহান ভুঁইয়ার সন্তান। শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় মো. মোরশেদ হেলালী ভুঁইয়া জানান, ফাহিম তাদের ঘরের পাশে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন ফাহিমা এগিয়ে গেলে সেও ওই তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফাহিম শারীরিক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্রী। তাদের অপর ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।