ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ইংলিশরা

  • আপডেট সময় : ১০:২৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ফিল সল্ট ও জেমস ভিন্স শক্ত ভিত গড়ে দিলেও হাসান আলির ছোবলে আড়াইশর নিচে গুটিয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং। অবশ্য দিকহারা পাকিস্তানের জন্য সেটাই হলো পাহাড়সম। বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেও অনায়াসে জিতে সিরিজ ঘরে তুলল স্বাগতিকরা। লর্ডসে শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫২ রানে জিতেছে ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে বেন স্টোকসের নেতৃ্ত্েব খেলতে নামা ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল। বৃষ্টি বাধায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৭ ওভারে। হাসানের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড খেলতে পারেনি পুরো ওভার, গুটিয়ে যায় ২৪৭ রানে। ইনিংস শুরু করতে নামা সল্ট করেন ৬০ রান। ভিন্স খেলেন ৫৬ রানের ইনিংস। ৪০ রানের দারুণ কার্যকর এক ইনিংসের পর বল হাতে তিন উইকেট নিয়ে লুইস গ্রেগরি হন ম্যাচ সেরা। ৫১ রানে পাঁচ উইকেট নেন হাসান। কিন্তু তার এই দারুণ পারফরম্যান্স শেষ পর্যন্ত বিফলে গেছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। রান তাড়ায় পাকিস্তান থামে ১৯৫ রানে।
পাকিস্তান দিনের শুরুটা করেছিল আশা জাগানিয়া। টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে চেপে ধরেছিল তারা। আগের ম্যাচে ফিফটি করা দাভিদ মালানকে এবার রানের খাতাই খুলতে দেননি হাসান। জ্যাক ক্রলিকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করে দেন শাহিন শাহ আফ্রিদি। অভিষেক ম্যাচে ফিফটি করা এই ব্যাটসম্যান এবার পেলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ। বিপদে পড়া দলের হাল ধরেন সল্ট ও ভিন্স। তাদের পাল্টা আক্রমণে ধাক্কা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। পাওয়ার প্লেতে তারা তোলে ৭২ রান। শতরান ছুঁয়ে ফেলে চতুর্দশ ওভারেই। দুর্দান্ত সব শট খেলে ১০ চারে ৪১ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ওপেনার সল্ট। ভিন্স রান বাড়ান আরও দ্রুত। তার ফিফটি আসে ৩৬ বলে। কিন্তু দুইজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ৮ চারে ৫২ বলে ৫৬ করা ভিন্সকে বোল্ড করে ৯৭ রানের জুটি ভাঙেন শাদাব খান। সল্টের (৫৪ বলে ৬০) স্টাম্প ভেঙে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেটের স্বাদ পান সৌদ সাকিল। শততম ওয়ানডে খেলতে নামা স্টোকস বেশিক্ষণ টিকতে পারেননি, তাকে বোল্ড করে দেন হাসান। পরের ওভারে এসে জোড়া শিকার ধরেন এই পেসার। কিপার-ব্যাটসম্যান জন সিম্পসনের স্টাম্প ভাঙার পর কট-বিহাইন্ড করেন ক্রেইগ ওভারটনকে। ২ উইকেটে ১১৮ রান করা ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৬০/৬! দুইশ পার করার শঙ্কা জাগে দলটির। ওখান থেকে গ্রেগরি ও ব্রাইডন কার্সের ব্যাটে আবারও ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।
অষ্টম উইকেটে দুইজনে গড়েন ৬৯ রানের জুটি। তাদের প্রতিরোধ ভাঙে হারিস রউফের বলে। বাউন্সার পুল করতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ৪০ রান করা গ্রেগরি। পরের ওভারে এসে ৩১ রান করা কার্সকে বোল্ড করে দেন রউফ। সাকিবকে মাহমুদকে ফিরিয়ে ক্যারিয়ারের চতুর্থবার পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। লর্ডসের অনার্স বোর্ডে লেখান নিজের নাম। ইংল্যান্ডকে আড়াইশর আগে গুটিয়ে দেওয়ার যে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান, তা ব্যাটিং নামার পরই উবে যায়। প্রথম ম্যাচে শূন্য করা ইমাম-উল-হককে এবার এক রান করতেই ফিরিয়ে দেন গ্রেগরি। এই ম্যাচেও বাবর আজমকে টিকতে দেননি সাকিব। লেংথে পড়ে ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান পাকিস্তান অধিনায়ক। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। পরে এই পেসার দ্রুত ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকেও। ৪৫ বলে ১০ রান করা ওপেনার ফখর জামানকে বোল্ড করে দেন ওভারটন। এই পেসারকে ওভারে দুই ছক্কায় উড়িয়ে ইতিবাচক শুরু করেন সোহেব মাকসুদ। ওভারটনের বলেই পরে ফেরেন কট-বিহাইন্ড হয়ে। ৮৬ রানে পাঁচ উইকেট হারানো দলটি ব্যাটিংয়ে কখনোই জাগাতে পারেনি জয়ের সম্ভাবনা। এক প্রান্ত আগলে রেখে শুধু হারের ব্যবধানই কমিয়েছেন তরুণ সাকিল। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন সাকিল, ৭০ বলে ৪ চারে ৫৬ রান করেন তিনি। মূল দলে করোনাভাইরাস আঘাত হানায় অনেক দিন মাঠের বাইরে থাকা বেন স্টোকসকে হঠাৎ সিদ্ধান্তে ফিরিয়ে অনভিজ্ঞদের নিয়ে গড়া হয়েছে ইংল্যান্ডের এই দল। সেই তাদের কাছেই প্রথম ম্যাচে ৯ উইকেটে উড়ে যাওয়ার পর পাকিস্তান হারল আবারও। আগামী মঙ্গলবার এজবাস্টনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফটোগ্রাফারকে হত্যা করে ক্যামেরা ছিনতাই

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ইংলিশরা

আপডেট সময় : ১০:২৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : ফিল সল্ট ও জেমস ভিন্স শক্ত ভিত গড়ে দিলেও হাসান আলির ছোবলে আড়াইশর নিচে গুটিয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং। অবশ্য দিকহারা পাকিস্তানের জন্য সেটাই হলো পাহাড়সম। বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেও অনায়াসে জিতে সিরিজ ঘরে তুলল স্বাগতিকরা। লর্ডসে শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫২ রানে জিতেছে ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে বেন স্টোকসের নেতৃ্ত্েব খেলতে নামা ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল। বৃষ্টি বাধায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৭ ওভারে। হাসানের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড খেলতে পারেনি পুরো ওভার, গুটিয়ে যায় ২৪৭ রানে। ইনিংস শুরু করতে নামা সল্ট করেন ৬০ রান। ভিন্স খেলেন ৫৬ রানের ইনিংস। ৪০ রানের দারুণ কার্যকর এক ইনিংসের পর বল হাতে তিন উইকেট নিয়ে লুইস গ্রেগরি হন ম্যাচ সেরা। ৫১ রানে পাঁচ উইকেট নেন হাসান। কিন্তু তার এই দারুণ পারফরম্যান্স শেষ পর্যন্ত বিফলে গেছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। রান তাড়ায় পাকিস্তান থামে ১৯৫ রানে।
পাকিস্তান দিনের শুরুটা করেছিল আশা জাগানিয়া। টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে চেপে ধরেছিল তারা। আগের ম্যাচে ফিফটি করা দাভিদ মালানকে এবার রানের খাতাই খুলতে দেননি হাসান। জ্যাক ক্রলিকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করে দেন শাহিন শাহ আফ্রিদি। অভিষেক ম্যাচে ফিফটি করা এই ব্যাটসম্যান এবার পেলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ। বিপদে পড়া দলের হাল ধরেন সল্ট ও ভিন্স। তাদের পাল্টা আক্রমণে ধাক্কা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। পাওয়ার প্লেতে তারা তোলে ৭২ রান। শতরান ছুঁয়ে ফেলে চতুর্দশ ওভারেই। দুর্দান্ত সব শট খেলে ১০ চারে ৪১ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ওপেনার সল্ট। ভিন্স রান বাড়ান আরও দ্রুত। তার ফিফটি আসে ৩৬ বলে। কিন্তু দুইজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ৮ চারে ৫২ বলে ৫৬ করা ভিন্সকে বোল্ড করে ৯৭ রানের জুটি ভাঙেন শাদাব খান। সল্টের (৫৪ বলে ৬০) স্টাম্প ভেঙে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেটের স্বাদ পান সৌদ সাকিল। শততম ওয়ানডে খেলতে নামা স্টোকস বেশিক্ষণ টিকতে পারেননি, তাকে বোল্ড করে দেন হাসান। পরের ওভারে এসে জোড়া শিকার ধরেন এই পেসার। কিপার-ব্যাটসম্যান জন সিম্পসনের স্টাম্প ভাঙার পর কট-বিহাইন্ড করেন ক্রেইগ ওভারটনকে। ২ উইকেটে ১১৮ রান করা ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৬০/৬! দুইশ পার করার শঙ্কা জাগে দলটির। ওখান থেকে গ্রেগরি ও ব্রাইডন কার্সের ব্যাটে আবারও ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।
অষ্টম উইকেটে দুইজনে গড়েন ৬৯ রানের জুটি। তাদের প্রতিরোধ ভাঙে হারিস রউফের বলে। বাউন্সার পুল করতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ৪০ রান করা গ্রেগরি। পরের ওভারে এসে ৩১ রান করা কার্সকে বোল্ড করে দেন রউফ। সাকিবকে মাহমুদকে ফিরিয়ে ক্যারিয়ারের চতুর্থবার পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। লর্ডসের অনার্স বোর্ডে লেখান নিজের নাম। ইংল্যান্ডকে আড়াইশর আগে গুটিয়ে দেওয়ার যে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান, তা ব্যাটিং নামার পরই উবে যায়। প্রথম ম্যাচে শূন্য করা ইমাম-উল-হককে এবার এক রান করতেই ফিরিয়ে দেন গ্রেগরি। এই ম্যাচেও বাবর আজমকে টিকতে দেননি সাকিব। লেংথে পড়ে ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান পাকিস্তান অধিনায়ক। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। পরে এই পেসার দ্রুত ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকেও। ৪৫ বলে ১০ রান করা ওপেনার ফখর জামানকে বোল্ড করে দেন ওভারটন। এই পেসারকে ওভারে দুই ছক্কায় উড়িয়ে ইতিবাচক শুরু করেন সোহেব মাকসুদ। ওভারটনের বলেই পরে ফেরেন কট-বিহাইন্ড হয়ে। ৮৬ রানে পাঁচ উইকেট হারানো দলটি ব্যাটিংয়ে কখনোই জাগাতে পারেনি জয়ের সম্ভাবনা। এক প্রান্ত আগলে রেখে শুধু হারের ব্যবধানই কমিয়েছেন তরুণ সাকিল। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন সাকিল, ৭০ বলে ৪ চারে ৫৬ রান করেন তিনি। মূল দলে করোনাভাইরাস আঘাত হানায় অনেক দিন মাঠের বাইরে থাকা বেন স্টোকসকে হঠাৎ সিদ্ধান্তে ফিরিয়ে অনভিজ্ঞদের নিয়ে গড়া হয়েছে ইংল্যান্ডের এই দল। সেই তাদের কাছেই প্রথম ম্যাচে ৯ উইকেটে উড়ে যাওয়ার পর পাকিস্তান হারল আবারও। আগামী মঙ্গলবার এজবাস্টনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।