ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটির বেশি টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটি ১০ লাখ টিকা আসবে। সব মিলিয়ে আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি বা আরও বেশি টিকা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকার সংকট হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠছি। আমরা ইতিমধ্যে ৪৫ লাখ টিকা পেয়েছি। শুনে আনন্দিত হবেন, গতকালই চিঠি পেয়েছি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে, আমরা আরও ৬০ লাখ ফাইজারের টিকা আগস্টের প্রথম সপ্তাহে পাব। আমরা চীন থেকেও আগামী মাসের প্রথম সপ্তাহে ৫০ লাখ টিকা পাব। আগস্টের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকাও ১০ লাখ বা তার অধিক আমরা পেয়ে যাব। অর্থাৎ, আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি টিকা থাকবে। তার থেকেও বেশি থাকতে পারে। কারণ, আগস্ট মাসে এর বাইরে আরও কিছু টিকা আশা করি।’
হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘শুধু বেড বাড়ালেই চলবে না; জনবলও বাড়ানো লাগবে। বেড বাড়ানোরও একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো পুরো দেশকে হাসপাতাল বানাতে পারব না। আপনাদের সেটা বুঝতে হবে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কয়েক দিনে চার হাজার নতুন ডাক্তার এবং চার হাজার নার্স নিয়োগ দেওয়ার ব্যবস্থা হয়েছে। করোনার সময়ে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার নতুন লোক কাজ করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটির বেশি টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটি ১০ লাখ টিকা আসবে। সব মিলিয়ে আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি বা আরও বেশি টিকা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকার সংকট হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠছি। আমরা ইতিমধ্যে ৪৫ লাখ টিকা পেয়েছি। শুনে আনন্দিত হবেন, গতকালই চিঠি পেয়েছি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে, আমরা আরও ৬০ লাখ ফাইজারের টিকা আগস্টের প্রথম সপ্তাহে পাব। আমরা চীন থেকেও আগামী মাসের প্রথম সপ্তাহে ৫০ লাখ টিকা পাব। আগস্টের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকাও ১০ লাখ বা তার অধিক আমরা পেয়ে যাব। অর্থাৎ, আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি টিকা থাকবে। তার থেকেও বেশি থাকতে পারে। কারণ, আগস্ট মাসে এর বাইরে আরও কিছু টিকা আশা করি।’
হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘শুধু বেড বাড়ালেই চলবে না; জনবলও বাড়ানো লাগবে। বেড বাড়ানোরও একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো পুরো দেশকে হাসপাতাল বানাতে পারব না। আপনাদের সেটা বুঝতে হবে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কয়েক দিনে চার হাজার নতুন ডাক্তার এবং চার হাজার নার্স নিয়োগ দেওয়ার ব্যবস্থা হয়েছে। করোনার সময়ে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার নতুন লোক কাজ করছেন।