ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

দূষণমুক্ত নদীর দাবিতে তুরাগ তীরে প্রতীকী অনশন

  • আপডেট সময় : ০২:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি : দূষণমুক্ত নদীর দাবিতে তুরাগ নদীর দুই তীরে প্রতীকী অনশন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর মহানগর কমিটি।
গতকাল শনিবার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাতের নেতৃত্বে তুরাগ নদীর দক্ষিণ তীরে ও প্রতীকী অনশন কর্মসূচির আহ্বায়ক কলিমুল্লা ইকবাল ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেনের নেতৃত্বে তুরাগ নদীর উত্তর তীরে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিহির বিশ্বাস, ইকরাম এলাহী খান সাজ, ড. লুৎফর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম আলম, তাজুল ইসলাম, ড. আনোয়ার হোসেন, ডা. বোরহান অরণ্য, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, কেএম নাজমুল হক, ড. শামীম আহমেদ দেওয়ান, ইব্রাহিম খলিল, আবুল খায়ের, শামীম মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিকে শরবত খাইয়ে অনশন ভাঙান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, টঙ্গী পৌর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজহার ইসলাম বেপারি, ইঞ্জিনিয়ার সুজন, আইচি খেয়াঘাট মাঝি সমিতির সভাপতি ইজ্জত আলী মাঝি ও ইউসুফ আলী। বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীকে মাননীয় আদালত জীবন্ত সত্তা ঘোষণা করলেও তা এখন মৃতপ্রায়। কলকারখানার বর্জ্য নদীতে ফেলার কারণে নদীর অস্তিত্ব বিপন্ন। দেশকে বাঁচাতে হলে নদীকে সুরক্ষা দিতে হবে। বক্তারা অবিলম্বে নদীর দূষণ বন্ধের দাবি জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দূষণমুক্ত নদীর দাবিতে তুরাগ তীরে প্রতীকী অনশন

আপডেট সময় : ০২:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

গাজীপুর প্রতিনিধি : দূষণমুক্ত নদীর দাবিতে তুরাগ নদীর দুই তীরে প্রতীকী অনশন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর মহানগর কমিটি।
গতকাল শনিবার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাতের নেতৃত্বে তুরাগ নদীর দক্ষিণ তীরে ও প্রতীকী অনশন কর্মসূচির আহ্বায়ক কলিমুল্লা ইকবাল ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেনের নেতৃত্বে তুরাগ নদীর উত্তর তীরে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিহির বিশ্বাস, ইকরাম এলাহী খান সাজ, ড. লুৎফর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম আলম, তাজুল ইসলাম, ড. আনোয়ার হোসেন, ডা. বোরহান অরণ্য, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, কেএম নাজমুল হক, ড. শামীম আহমেদ দেওয়ান, ইব্রাহিম খলিল, আবুল খায়ের, শামীম মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিকে শরবত খাইয়ে অনশন ভাঙান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, টঙ্গী পৌর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজহার ইসলাম বেপারি, ইঞ্জিনিয়ার সুজন, আইচি খেয়াঘাট মাঝি সমিতির সভাপতি ইজ্জত আলী মাঝি ও ইউসুফ আলী। বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীকে মাননীয় আদালত জীবন্ত সত্তা ঘোষণা করলেও তা এখন মৃতপ্রায়। কলকারখানার বর্জ্য নদীতে ফেলার কারণে নদীর অস্তিত্ব বিপন্ন। দেশকে বাঁচাতে হলে নদীকে সুরক্ষা দিতে হবে। বক্তারা অবিলম্বে নদীর দূষণ বন্ধের দাবি জানান।