ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

২০২৬ পর্যন্ত পিএসজিতে নেইমার

  • আপডেট সময় : ১১:০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে


ক্রীড়া ডেস্ক : নতুন করে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চার বছরের চুক্তি করছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। ২০২২ সালে তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ পর্যন্ত নেইমার পিএসজিতে থাকবেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। পিএসজিতে নেইমারের সময় দারুণ কাটছে। গত দুই বছর লিগ শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। গত বছর তারা ফাইনাল হেরেছিল বায়ার্ন মিউনিখের কাছে। এবার সেমিফাইনালে বাদ পড়েছে ম্যানচেস্টার সিটির কাছে হেরে। দলকে শিরোপার স্বাদ দিতে না পেরে হতাশ নেইমারও। তবে দল তার উপর আস্থা হারাচ্ছে না। গুঞ্জন চলছিল, ২০২১/২২ মৌসুম শেষ হওয়ার আগেই নেইমার ঠিকানা বদলাবেন। বার্সেলোনায় ফিরবেন তিনি। অবশ্য এ গুঞ্জন নতুন নয়। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগদানের পরপরই শোনা যাচ্ছিল নেইমার আবার স্পেনে ফিরবেন। কিন্তু পাঁচ বছর সফলতার সঙ্গে ফ্রান্সে কাটিয়ে দিয়েছেন তিনি। রেকর্ড ট্রান্সফার ফি, ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে এসেছিলেন। ফ্রান্সের গণমাধ্যম এল’ ইকুইপও প্রতিবেদন প্রকাশ করেছে, পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে পাকাপাকি কথা হয়েছে নেইমারের। তবে ২২ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। চলতি মৌসুম শেষে এমবাপ্পে পিএসজি ছাড়বেন নাকি নতুন করে চুক্তি করবেন তা এখনও নিশ্চিত নয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২০২৬ পর্যন্ত পিএসজিতে নেইমার

আপডেট সময় : ১১:০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১


ক্রীড়া ডেস্ক : নতুন করে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চার বছরের চুক্তি করছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। ২০২২ সালে তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ পর্যন্ত নেইমার পিএসজিতে থাকবেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। পিএসজিতে নেইমারের সময় দারুণ কাটছে। গত দুই বছর লিগ শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। গত বছর তারা ফাইনাল হেরেছিল বায়ার্ন মিউনিখের কাছে। এবার সেমিফাইনালে বাদ পড়েছে ম্যানচেস্টার সিটির কাছে হেরে। দলকে শিরোপার স্বাদ দিতে না পেরে হতাশ নেইমারও। তবে দল তার উপর আস্থা হারাচ্ছে না। গুঞ্জন চলছিল, ২০২১/২২ মৌসুম শেষ হওয়ার আগেই নেইমার ঠিকানা বদলাবেন। বার্সেলোনায় ফিরবেন তিনি। অবশ্য এ গুঞ্জন নতুন নয়। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগদানের পরপরই শোনা যাচ্ছিল নেইমার আবার স্পেনে ফিরবেন। কিন্তু পাঁচ বছর সফলতার সঙ্গে ফ্রান্সে কাটিয়ে দিয়েছেন তিনি। রেকর্ড ট্রান্সফার ফি, ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে এসেছিলেন। ফ্রান্সের গণমাধ্যম এল’ ইকুইপও প্রতিবেদন প্রকাশ করেছে, পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে পাকাপাকি কথা হয়েছে নেইমারের। তবে ২২ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। চলতি মৌসুম শেষে এমবাপ্পে পিএসজি ছাড়বেন নাকি নতুন করে চুক্তি করবেন তা এখনও নিশ্চিত নয়।