ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান প্রকৌশলীদের

  • আপডেট সময় : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। অগ্নিনির্বাপক বিধিমালা ও রাজউকের বিধিমালা মেনে ভবন নির্মাণ করলে সিদ্দিক বাজারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেই মনে করছেন সংগঠনের সদস্যরা।
গতকাল শুক্রবার দুপুরে গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনাস্থলের সামনের রাস্তায় এক মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক এম মাহমুদুর রশিদ বলেন, আমরা মূলত ফায়ার সিকিউরিটি এবং সেফটি নিয়ে কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ বিষয়গুলো নিয়ে সবাইকে সচেতন করা। যেন প্রত্যেকে প্রত্যেকের ভবন ও কারখানাগুলো ন্যাশাল বিল্ডিং কোড, রাউজকের বিধিমালা ও অগ্নিনির্বাপক বিধিমালা মেনে নির্মাণ করে। এভাবে যদি প্রতিটি বিষয় আইন মেনে করা হয়, তাহলে যেভাবে এখন দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো অনেক কমে আসবে এবং এক সময় এ ধরনের ঘটনা ঘটবে না। তিনি আরও বলেন, তাজরীন গার্মেন্টস ও রানা প্লাজা দুর্ঘটনার পর কিন্তু অনেক সংস্করণ হয়েছে। যদি খেয়াল করে করা হয় আজকে ৯৫ শতাংশ গার্মেন্টস কারখানা নিরাপদ এবং বিদেশে খ্যাতিসম্পন্ন। আগের মতো আর এমন দুর্ঘটনা ঘটছে না। ঠিক এভাবে যদি ভবন নির্মাণের ক্ষেত্রে করা হয় তাহলে আর এ ধরনের ঘটনা ঘটবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান প্রকৌশলীদের

আপডেট সময় : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। অগ্নিনির্বাপক বিধিমালা ও রাজউকের বিধিমালা মেনে ভবন নির্মাণ করলে সিদ্দিক বাজারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেই মনে করছেন সংগঠনের সদস্যরা।
গতকাল শুক্রবার দুপুরে গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনাস্থলের সামনের রাস্তায় এক মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক এম মাহমুদুর রশিদ বলেন, আমরা মূলত ফায়ার সিকিউরিটি এবং সেফটি নিয়ে কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ বিষয়গুলো নিয়ে সবাইকে সচেতন করা। যেন প্রত্যেকে প্রত্যেকের ভবন ও কারখানাগুলো ন্যাশাল বিল্ডিং কোড, রাউজকের বিধিমালা ও অগ্নিনির্বাপক বিধিমালা মেনে নির্মাণ করে। এভাবে যদি প্রতিটি বিষয় আইন মেনে করা হয়, তাহলে যেভাবে এখন দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো অনেক কমে আসবে এবং এক সময় এ ধরনের ঘটনা ঘটবে না। তিনি আরও বলেন, তাজরীন গার্মেন্টস ও রানা প্লাজা দুর্ঘটনার পর কিন্তু অনেক সংস্করণ হয়েছে। যদি খেয়াল করে করা হয় আজকে ৯৫ শতাংশ গার্মেন্টস কারখানা নিরাপদ এবং বিদেশে খ্যাতিসম্পন্ন। আগের মতো আর এমন দুর্ঘটনা ঘটছে না। ঠিক এভাবে যদি ভবন নির্মাণের ক্ষেত্রে করা হয় তাহলে আর এ ধরনের ঘটনা ঘটবে না।