অর্থনৈতিক প্রতিবেদক : দেশের রিটেইল চেইনশপ ‘স্বপ্নের’ নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে সাভার পল্লী বিদ্যুৎ এলাকায়। শুক্রবার (৯ জুলাই) সকাল ১১টায় নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ইনভেস্টর ওমর ফারুক রাজু, রেজাউল করিম টুটুল, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজীবুল হাসান। নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষে কাস্টমারদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। স্বপ্নের রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। থাকছে হোম ডেলিভারি সেবা। নতুন আউটলেটের ঠিকানা: ঈদগাঁ রোড, বাদশাহ টাওয়ার, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, ঢাকা। হোম ডেলিভারি নম্বর- ০১৩১৩ ০৫৪৭৯৮।