ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

এক ঘোড়া উদ্ধারে চ্যালেঞ্জিং অভিযান!

  • আপডেট সময় : ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কংক্রিটের গর্তে আটকে পড়ে একটি ঘোড়া। মালিক অনেক চেষ্টা করেও বের করতে পারেনি। শেষে স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে ঘোড়াটিকে নিরাপদে উদ্ধারে শুরু হয় এক চ্যালেঞ্জিং অভিযান। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে মার্কিন দমকল বাহিনীর ধারণ করা ভিডিতে দেখা যায়, আটকে পড়া ঘোড়াটি বের করে আনতে লোহার সরঞ্জাম দিয়ে পাথর সরানোর কাজ করছেন উদ্ধারকর্মীরা।
এর আগে ঘোড়াটিকে শান্ত করতে দেওয়া হয় অবস করার ইঞ্জেকশন। পরে প্রযুক্তিগত বেল্ট পড়িয়ে হেলিকপ্টারের সঙ্গে সংযোগ করা হয়। আহত ঘোড়াটি যেন নতুন করে ব্যথা না পায় সেদিকে নজর রাখেন উদ্ধারকারীরা। একপর্যায়ে ঘোড়া উদ্ধার করতে সমর্থ হয় দমকল কর্মীরা। পরে হেলিকপ্টারের সাহায্যে ঘোড়াটিকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। তাদের দক্ষ প্রচেষ্টায় ঘোড়ার প্রাণ বেঁচে যাওয়ায় প্রশংসায় ভাসাচ্ছে অনেকে। টুইটারে একজন এই অভিযানকে অবিশ্বাস্য চ্যালেঞ্জিং অ্যাখা দিয়েছেন। এদিকে ভিডিওটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এই ঘটনা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা: অন্তর্বর্তী সরকার

এক ঘোড়া উদ্ধারে চ্যালেঞ্জিং অভিযান!

আপডেট সময় : ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

প্রত্যাশা ডেস্ক : কংক্রিটের গর্তে আটকে পড়ে একটি ঘোড়া। মালিক অনেক চেষ্টা করেও বের করতে পারেনি। শেষে স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে ঘোড়াটিকে নিরাপদে উদ্ধারে শুরু হয় এক চ্যালেঞ্জিং অভিযান। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে মার্কিন দমকল বাহিনীর ধারণ করা ভিডিতে দেখা যায়, আটকে পড়া ঘোড়াটি বের করে আনতে লোহার সরঞ্জাম দিয়ে পাথর সরানোর কাজ করছেন উদ্ধারকর্মীরা।
এর আগে ঘোড়াটিকে শান্ত করতে দেওয়া হয় অবস করার ইঞ্জেকশন। পরে প্রযুক্তিগত বেল্ট পড়িয়ে হেলিকপ্টারের সঙ্গে সংযোগ করা হয়। আহত ঘোড়াটি যেন নতুন করে ব্যথা না পায় সেদিকে নজর রাখেন উদ্ধারকারীরা। একপর্যায়ে ঘোড়া উদ্ধার করতে সমর্থ হয় দমকল কর্মীরা। পরে হেলিকপ্টারের সাহায্যে ঘোড়াটিকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। তাদের দক্ষ প্রচেষ্টায় ঘোড়ার প্রাণ বেঁচে যাওয়ায় প্রশংসায় ভাসাচ্ছে অনেকে। টুইটারে একজন এই অভিযানকে অবিশ্বাস্য চ্যালেঞ্জিং অ্যাখা দিয়েছেন। এদিকে ভিডিওটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এই ঘটনা।