প্রত্যাশা ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গতকাল শনিবার পুলিশ বলেছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ১ ও ২ মার্চ অভিযান চালিয়ে নাভি মুম্বাই পুলিশ স্টেশন গ্রেপ্তার করে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তা বলছেন, মুম্বাইয়ের নাভি ঘানসোলি এলাকার একটি ভবনে বিবাহবার্ষিকী উদ্যাপনের অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্য ১০ জন নারী ও ৮ জন পুরুষ। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তাঁরা ওই এলাকায় বছরখানেক ধরে বাস করছেন বলেই দাবি পুলিশের। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত।























