ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : ০২:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত যুবক সুমন মিয়ার (২৫) মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুমন মিয়া কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। বিজিবি ও পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে বুড়িরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনছিল কয়েকজন। এ সময় বিএসএফ তাড়া দিলে সবাই পালাতে পারলেও আটক হন সুমন। তাকে নির্যাতনের পর সীমান্তে ফেলে রেখে যায় বিএসএফ। সহযোগীরা সুমনকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি রিপোর্ট আমার কাছে এসেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে এসেছি। তিনি আরও বলেন, সীমান্তে গেলে বিএসএফ তার মাথা ও বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০২:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত যুবক সুমন মিয়ার (২৫) মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুমন মিয়া কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। বিজিবি ও পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে বুড়িরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনছিল কয়েকজন। এ সময় বিএসএফ তাড়া দিলে সবাই পালাতে পারলেও আটক হন সুমন। তাকে নির্যাতনের পর সীমান্তে ফেলে রেখে যায় বিএসএফ। সহযোগীরা সুমনকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি রিপোর্ট আমার কাছে এসেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে এসেছি। তিনি আরও বলেন, সীমান্তে গেলে বিএসএফ তার মাথা ও বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।