ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

র‌্যাগিংয়ের বিরুদ্ধে ইবিতে মশাল মিছিল

  • আপডেট সময় : ১১:০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিং বিরোধী মশাল মিছিল হয়েছে। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মিছিলটি করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনের সভাপতি ইমানুল সোহানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের জিয়া মোড় হয়ে ছেলে ও মেয়েদের হল সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান সুইট, সহ-সভাপতি মেহেদী রাফি ও মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ নুর আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের হাতে র‌্যাগিংয়ের নামে নির্যাতনের স্বীকার হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করা না হয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলের অতিথি কক্ষে চার ঘণ্টা আটকে রেখে প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে অমানবিক নির্যাতন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা এই ঘটনা ঘটান বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে

র‌্যাগিংয়ের বিরুদ্ধে ইবিতে মশাল মিছিল

আপডেট সময় : ১১:০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিং বিরোধী মশাল মিছিল হয়েছে। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মিছিলটি করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনের সভাপতি ইমানুল সোহানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের জিয়া মোড় হয়ে ছেলে ও মেয়েদের হল সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান সুইট, সহ-সভাপতি মেহেদী রাফি ও মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ নুর আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের হাতে র‌্যাগিংয়ের নামে নির্যাতনের স্বীকার হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করা না হয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলের অতিথি কক্ষে চার ঘণ্টা আটকে রেখে প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে অমানবিক নির্যাতন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা এই ঘটনা ঘটান বলে অভিযোগ করেন ওই ছাত্রী।