ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

শেষ দিনের রোমাঞ্চে গড়ালো ওয়েলিংটন টেস্ট

  • আপডেট সময় : ০৯:২৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ফলোঅনে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড। তাতে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ছুঁড়ে দিয়েছে ২৫৮ রানের লক্ষ্য। জবাবে ইংল্যান্ডও জবাব দিচ্ছে দারুণ লড়াইয়ে। এই অবস্থায় শেষ দিনের রোমাঞ্চে গড়িয়েছে এই টেস্ট। চতুর্থ দিন শেষে সফরকারী ইংল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ৪৮ রান। শেষ দিনে তাদের জয়ের জন্য প্রয়োজন ২১০।
ফলোঅনে ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২০২ রান তুলেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন মূল প্রতিরোধই ছিল কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেলের। সেঞ্চুরি তুলে আবার টেস্টে কিউইদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন কেন। পেছনে ফেলেছেন রস টেলরকে।
ফেরার আগে কেন উইলিয়ামস ২৮২ বলে ১৩২ রান করেছেন। তার পর লড়াই চালিয়ে গেছেন ব্লান্ডেল। ১৬৬ বলে ৯০ রান করা এই ব্যাটার ফিরতেই কিউইদের দ্বিতীয় ইনিংস ৪৮৩ রানে শেষ হয়েছে।
ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সেরা বোলার ছিলেন জ্যাক লিচ। ১৫৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। একটি করে নিয়েছেন ওলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, জো রুট ও হ্যারি ব্রুক। জবাবে লক্ষ্যে ব্যাট করতে নামলে ৩৯ রানে পড়েছে ইংল্যান্ডের প্রথম উইকেট। ২৪ রান করা জ্যাক ক্রলিকে বোল্ড করেছেন সাউদি। ক্রিজে আছেন বেন ডাকেট (২৩) ও ওলি রবিনসন (১)।
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৩৫/৮ ডি. (ব্রুক ১৮৬, রুট ১৫৩; হেনরি ৪/১০০, ব্রেসওয়েল ২/৫৪)। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ৪৮/১ (ক্রলি ২৪, ডাকেট ২৩, রবিনসন ১; সাউদি ১/১৯)। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৫৩.২ ওভারে ২০৯ (সাউদি ৭৩, ব্লান্ডেল ৩৮; ব্রড ৪/৬১, অ্যান্ডারসন ৩/৩৭, লিচ ৩/৮০)। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৬২.৩ ওভারে ৪৮৩ (ফলোঅন- কেন ১৩২, ব্লান্ডেল ৯০, ল্যাথাম ৮৩, কনওয়ে ৬১; লিচ ৫/১৫৭)।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শেষ দিনের রোমাঞ্চে গড়ালো ওয়েলিংটন টেস্ট

আপডেট সময় : ০৯:২৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : ফলোঅনে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড। তাতে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ছুঁড়ে দিয়েছে ২৫৮ রানের লক্ষ্য। জবাবে ইংল্যান্ডও জবাব দিচ্ছে দারুণ লড়াইয়ে। এই অবস্থায় শেষ দিনের রোমাঞ্চে গড়িয়েছে এই টেস্ট। চতুর্থ দিন শেষে সফরকারী ইংল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ৪৮ রান। শেষ দিনে তাদের জয়ের জন্য প্রয়োজন ২১০।
ফলোঅনে ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২০২ রান তুলেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন মূল প্রতিরোধই ছিল কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেলের। সেঞ্চুরি তুলে আবার টেস্টে কিউইদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন কেন। পেছনে ফেলেছেন রস টেলরকে।
ফেরার আগে কেন উইলিয়ামস ২৮২ বলে ১৩২ রান করেছেন। তার পর লড়াই চালিয়ে গেছেন ব্লান্ডেল। ১৬৬ বলে ৯০ রান করা এই ব্যাটার ফিরতেই কিউইদের দ্বিতীয় ইনিংস ৪৮৩ রানে শেষ হয়েছে।
ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সেরা বোলার ছিলেন জ্যাক লিচ। ১৫৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। একটি করে নিয়েছেন ওলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, জো রুট ও হ্যারি ব্রুক। জবাবে লক্ষ্যে ব্যাট করতে নামলে ৩৯ রানে পড়েছে ইংল্যান্ডের প্রথম উইকেট। ২৪ রান করা জ্যাক ক্রলিকে বোল্ড করেছেন সাউদি। ক্রিজে আছেন বেন ডাকেট (২৩) ও ওলি রবিনসন (১)।
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৩৫/৮ ডি. (ব্রুক ১৮৬, রুট ১৫৩; হেনরি ৪/১০০, ব্রেসওয়েল ২/৫৪)। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ৪৮/১ (ক্রলি ২৪, ডাকেট ২৩, রবিনসন ১; সাউদি ১/১৯)। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৫৩.২ ওভারে ২০৯ (সাউদি ৭৩, ব্লান্ডেল ৩৮; ব্রড ৪/৬১, অ্যান্ডারসন ৩/৩৭, লিচ ৩/৮০)। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৬২.৩ ওভারে ৪৮৩ (ফলোঅন- কেন ১৩২, ব্লান্ডেল ৯০, ল্যাথাম ৮৩, কনওয়ে ৬১; লিচ ৫/১৫৭)।