প্রত্যাশা ডেস্ক : ভারতের আদানি গ্রুপের বিষয়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর এক মাসে গ্রুপটির সম্পদ ১২ লাখ ১০ হাজার ৭১২ কোটি রুপি কমেছে। এ সময়ে আদানির কর্ণধার গৌতম আদানির ব্যক্তিগত সম্পদও কমেছে ৬ লাখ ৬৮ হাজার ৩৭৯ কোটি রুপি। সম্পদ কমার ধারাবাহিকতায় গত শুক্রবারও ১৩ হাজার ১৮৫ কোটি রুপির বাজার মূলধন হারিয়েছেন আদানি। এতে বিশ্বের ধনকুবেরদের তালিকায় আরও পিছিয়ে ৩০তম স্থানে পৌঁছান আদানি। খবর দ্য ন্যাশনাল নিউজ।
গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ গত ২৪ জানুয়ারি আদানি গ্রুপের ‘জালিয়াতি ও কারচুপি’ নিয়ে রিপোর্ট প্রকাশ করে, যাতে জালিয়াতির অভিযোগ আনা হয়। এর পরই ধস নামতে শুরু করে আদানি গ্রুপে। গ্রুপের শেয়ারের টানা দরপতনে মোট বাজার মূলধনের পরিমাণ ক্রমাগত কমতে থাকে।
হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে শেয়ারবাজারে জালিয়াতি ও কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন আদানি। কিন্তু এতেও কাজ হয়নি। গত বুধবার আদানি গ্রুপের বাজার মূলধন কমে ৪ লাখ ১৪ হাজার ৬২৭ কোটি রুপির নিচে নেমে যায়। ভারতের প্রযুক্তি বিশ্লেষক রোহান শাহবলছেন, আদানি গ্রুপের বাজার মূলধন এখন তার সর্বোচ্চ পর্যায়ের তুলনায় প্রায় ৭০ শতাংশ কম। গত বছরের এপ্রিল থেকে লাফিয়ে বাড়তে শুরু করে গৌতম আদানির সম্পদ। এই ধারাবাহিকতায় কয়েক মাসে তার মোট সম্পদ ৩ লাখ ৪৯ হাজার ৯৪৫ কোটি রুপি বেড়ে যায়। এতে সম্পদের মোট পরিমাণের হিসাবে বিল গেটস ও ওয়ারেন বাফেটকেও ছাড়িয়ে যান ধনকুবের গৌতম আদানি। ২০২২ সালে তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি।
এক মাসে কত সম্পদ খোয়ালেন আদানি?
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ