ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে টিকার বুস্টার ডোজের অনুমোদন চাইতে যাচ্ছে ফাইজার

  • আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : টিকার দুই ডোজ নেওয়ার ৬ মাস পর ফের কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় এবং অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারের কারণে ফাইজার আগামী মাসের মধ্যে তাদের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরিকল্পনা করছে।
ওষুধ নির্মাতা কোম্পানিটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল ডলস্টেন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে অনেক বিজ্ঞানীই টিকার দুই ডোজের পর বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এফডিএ) এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক যুক্ত বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের যে নাগরিকরা টিকার দুই ডোজ নিয়েছেন তাদের এখনই বুস্টার ডোজের দরকার নেই।
তবে বিজ্ঞান যদি দেখাতে পারে যে তৃতীয় এ ডোজের প্রয়োজনীয়তা আছে, তাহলে আমরা প্রস্তুত, বলেছে তারা।
ডলস্টেন বলেছেন, ইসরায়েলে টিকার কার্যকারিতা কমে যাওয়া নিয়ে যেসব খবর এসেছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যারা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভ্যাকসিন নিয়েছিলেন।
“ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা বেশ সক্রিয়া। কিন্তু টিকা নেওয়ার ৬ মাস পর পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, এ সময় অ্যান্টিবডি হ্রাস পেতে থাকে, এমনটা প্রত্যাশিতই ছিল,” বলেছেন তিনি।
ফাইজার বৃহস্পতিবার ইসরায়েলে টিকার কার্যকারিতা সংক্রান্ত তথ্যউপাত্তের পুরোটা প্রকাশ না করলেও শিগগিরই প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছে।
“সামান্য কিছু তথ্য। কিন্তু আমার মনে হয় প্রবণতা ঠিকই আছে। ৬ মাস পেরিয়ে গেছে। আমরা দেখেছি, করোনাভাইরাসের ধরনগুলোর মধ্যে ডেল্টা সবচেয়ে সংক্রামক। ৬ মাস পেরিয়ে যাওয়ায় এখন এই ধরনের কারণে সংক্রমণ ও মৃদু অসুস্থতা হতে পারে,” বলেছেন ডলস্টেন।
যুক্তরাষ্ট্রেও টিকা নেওয়ার ৬ মাস পর ৮০ থেকে ৯০ এর মাঝামাঝি বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা কমছে বলে ফাইজারের তথ্যউপাত্তই বলছে, জানান ওষুধ নির্মাতা কোম্পানিটির এ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
তবে অ্যান্টিবডি কমলেও গুরুতর রোগের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা ৯৫ শতাংশের আশপাশেই আছে বলে ইসরায়েল ও যুক্তরাজ্য থেকে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে।
গত বছরের ক্লিনিকাল ট্রায়ালেও জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে বানানো ফাইজারের এ টিকা কোভিড প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রতীয়মান হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রে টিকার বুস্টার ডোজের অনুমোদন চাইতে যাচ্ছে ফাইজার

আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : টিকার দুই ডোজ নেওয়ার ৬ মাস পর ফের কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় এবং অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারের কারণে ফাইজার আগামী মাসের মধ্যে তাদের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরিকল্পনা করছে।
ওষুধ নির্মাতা কোম্পানিটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল ডলস্টেন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে অনেক বিজ্ঞানীই টিকার দুই ডোজের পর বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এফডিএ) এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক যুক্ত বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের যে নাগরিকরা টিকার দুই ডোজ নিয়েছেন তাদের এখনই বুস্টার ডোজের দরকার নেই।
তবে বিজ্ঞান যদি দেখাতে পারে যে তৃতীয় এ ডোজের প্রয়োজনীয়তা আছে, তাহলে আমরা প্রস্তুত, বলেছে তারা।
ডলস্টেন বলেছেন, ইসরায়েলে টিকার কার্যকারিতা কমে যাওয়া নিয়ে যেসব খবর এসেছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যারা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভ্যাকসিন নিয়েছিলেন।
“ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা বেশ সক্রিয়া। কিন্তু টিকা নেওয়ার ৬ মাস পর পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, এ সময় অ্যান্টিবডি হ্রাস পেতে থাকে, এমনটা প্রত্যাশিতই ছিল,” বলেছেন তিনি।
ফাইজার বৃহস্পতিবার ইসরায়েলে টিকার কার্যকারিতা সংক্রান্ত তথ্যউপাত্তের পুরোটা প্রকাশ না করলেও শিগগিরই প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছে।
“সামান্য কিছু তথ্য। কিন্তু আমার মনে হয় প্রবণতা ঠিকই আছে। ৬ মাস পেরিয়ে গেছে। আমরা দেখেছি, করোনাভাইরাসের ধরনগুলোর মধ্যে ডেল্টা সবচেয়ে সংক্রামক। ৬ মাস পেরিয়ে যাওয়ায় এখন এই ধরনের কারণে সংক্রমণ ও মৃদু অসুস্থতা হতে পারে,” বলেছেন ডলস্টেন।
যুক্তরাষ্ট্রেও টিকা নেওয়ার ৬ মাস পর ৮০ থেকে ৯০ এর মাঝামাঝি বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা কমছে বলে ফাইজারের তথ্যউপাত্তই বলছে, জানান ওষুধ নির্মাতা কোম্পানিটির এ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
তবে অ্যান্টিবডি কমলেও গুরুতর রোগের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা ৯৫ শতাংশের আশপাশেই আছে বলে ইসরায়েল ও যুক্তরাজ্য থেকে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে।
গত বছরের ক্লিনিকাল ট্রায়ালেও জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে বানানো ফাইজারের এ টিকা কোভিড প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রতীয়মান হয়েছিল।