ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

সুইডেনে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবার প্রাণ গেছে।
স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, ডিএইচসি-২ টারবো বিভার উড়োজাহাজটি গত বৃহস্পতিবার এই দুর্ঘটনায় পড়ে।
আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন ওই উড়োজাহাজে। ওরেব্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে সেটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
পুলিশের ওয়েবসাইটে বলা হয়, “এটা খুবই ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছেন।”
সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এক টুইটে বলেন, “আমি খুবই মর্মাহত ও ব্যথিত। কঠিন এই সময়ে নিহতদের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা।”
২০১৯ সালে সুইডেনের উত্তরে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ওই উড়োজাহাজটিতেও স্কাইডাইভারদের বহন করা হচ্ছিলো এবং উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়।
পরে দুর্ঘটনার তদন্ত থেকে দেখা যায়, সেই বিমানে যাত্রী ও মালামাল তোলার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সুইডেনে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবার প্রাণ গেছে।
স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, ডিএইচসি-২ টারবো বিভার উড়োজাহাজটি গত বৃহস্পতিবার এই দুর্ঘটনায় পড়ে।
আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন ওই উড়োজাহাজে। ওরেব্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে সেটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
পুলিশের ওয়েবসাইটে বলা হয়, “এটা খুবই ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছেন।”
সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এক টুইটে বলেন, “আমি খুবই মর্মাহত ও ব্যথিত। কঠিন এই সময়ে নিহতদের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা।”
২০১৯ সালে সুইডেনের উত্তরে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ওই উড়োজাহাজটিতেও স্কাইডাইভারদের বহন করা হচ্ছিলো এবং উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়।
পরে দুর্ঘটনার তদন্ত থেকে দেখা যায়, সেই বিমানে যাত্রী ও মালামাল তোলার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি।