ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় : ০১:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত ভূমিকম্পে ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। সিরিয়ায় কর্তৃপক্ষ মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন বলে জানিয়েছে। সেই হিসেবে দুই দেশের তথ্য মিলিয়ে নিহতের সংখ্যা এখন ৫০ হাজার ১৩২ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অসংখ্য ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে। এর মধ্যেই তুরস্ক গৃহহীন ১৫ লাখ মানুষের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্র্নিমাণের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা।
৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায়। এর কিছুক্ষণ পরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে

আপডেট সময় : ০১:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

বিদেশের খবর ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত ভূমিকম্পে ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। সিরিয়ায় কর্তৃপক্ষ মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন বলে জানিয়েছে। সেই হিসেবে দুই দেশের তথ্য মিলিয়ে নিহতের সংখ্যা এখন ৫০ হাজার ১৩২ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অসংখ্য ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে। এর মধ্যেই তুরস্ক গৃহহীন ১৫ লাখ মানুষের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্র্নিমাণের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা।
৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায়। এর কিছুক্ষণ পরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।