ক্রীড়া ডেস্ক : গত মৌসুমে দলকে লা লিগা চ্যাম্পিয়ন করানো কোচ দিয়েগো সিমেওনের সঙ্গে নতুন চুক্তি করেছে আতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটির ডাগআউটে আরও তিন বছর দেখা যাবে এই আর্জেন্টাইনকে। এক বিবৃতিতে বৃহস্পতিবার ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সিমেওনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় আতলেতিকো। ২০১১ সালে ক্লাবটিতে কোচ হয়ে আসেন সিমেওনে। গত ১০ বছরে দলটিকে আটটি শিরোপা জিতিয়েছেন তিনি। যা আতলেতিকোর ইতিহাসে কোনো কোচের সর্বোচ্চ। আগামী অগাস্টে সিমেওনের কোচিংয়ে লা লিগায় একাদশ মৌসুম শুরু করবে আতলেতিকো। তাতে স্পেনের শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতায় টানা সবচেয়ে বেশি মৌসুমে একটি দলের দায়িত্ব পালনের কীর্তি গড়বেন তিনি।