ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

তুরস্ক থেকে ফিরেছে উদ্ধারকারী দল

  • আপডেট সময় : ১২:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাঠান ৬১ সদস্যের উদ্ধারকারী দল বাংলাদেশে ফিরে এসেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ৬১ সদস্যের দলটি বাংলাদেশে পৌঁছায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হাতে। এতে অর্ধ লক্ষের মতো মানুষ নিহত হয়, ধসে পড়ে বহু দালান। ভূমিকম্প পরব্তী উদ্ধার কাজের জন্য দুদিন পরই তুরস্কে উদ্ধারকারী দল পাঠায় বাংলাদেশ সরকার। ৬১ সদস্যের এই দল সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের নিয়ে গড়ে তোলা হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিকভাবে বাংলাদেশের উদ্ধারকারী দলের ১৫ ফেব্রুয়ারি প্রত্যাবর্তন করার পরিকল্পনা থাকলেও তুরস্ক সরকারের অনুরোধে তা দীর্ঘায়িত হয়। সেজন্য ৫ দিন বেশি অবস্থান করে। উদ্ধারকারী দলটি তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক মৃত ও জীবত মানুষ উদ্ধার করে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিকেল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ওষুধ সরবরাহ করে। ক্ষতিগ্রস্তদের মধ্যে তাঁবু, শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এদিকে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় ভূমিকম্প দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠান হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

তুরস্ক থেকে ফিরেছে উদ্ধারকারী দল

আপডেট সময় : ১২:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাঠান ৬১ সদস্যের উদ্ধারকারী দল বাংলাদেশে ফিরে এসেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ৬১ সদস্যের দলটি বাংলাদেশে পৌঁছায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হাতে। এতে অর্ধ লক্ষের মতো মানুষ নিহত হয়, ধসে পড়ে বহু দালান। ভূমিকম্প পরব্তী উদ্ধার কাজের জন্য দুদিন পরই তুরস্কে উদ্ধারকারী দল পাঠায় বাংলাদেশ সরকার। ৬১ সদস্যের এই দল সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের নিয়ে গড়ে তোলা হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিকভাবে বাংলাদেশের উদ্ধারকারী দলের ১৫ ফেব্রুয়ারি প্রত্যাবর্তন করার পরিকল্পনা থাকলেও তুরস্ক সরকারের অনুরোধে তা দীর্ঘায়িত হয়। সেজন্য ৫ দিন বেশি অবস্থান করে। উদ্ধারকারী দলটি তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক মৃত ও জীবত মানুষ উদ্ধার করে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিকেল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ওষুধ সরবরাহ করে। ক্ষতিগ্রস্তদের মধ্যে তাঁবু, শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এদিকে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় ভূমিকম্প দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠান হয়।