ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

  • আপডেট সময় : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী ইমরানুর রহমানকে ৫ লাখ টাকা আর্থিক পুরস্কার এবং দেশের খেলাধুলার উন্নয়নে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকে ৫ লাখ টাকা অনুদান দিচ্ছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইমরানুর রহমানকে অভিনন্দন জানিয়ে এই আর্থিক পুরষ্কারের ঘোষণা দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ১১ ফেব্রুয়ারি কাজাখস্তানে ৬০ মিটারে জিতেছেন সোনা। এরপর ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে কোনো বাংলাদেশি অ্যাথলেটের নাম। এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন প্রকাশিত ৬০ মিটার স্প্রিন্টের র‌্যাঙ্কিংয়ে যুগ্মভাবে শীর্ষে আছেন ইমরানুর। ধারাবাহিক সাফল্যের জেরে ইমরানুর রহমানকে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষভাবে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল ব্যাংকের পক্ষ শুভেচ্ছা সামগ্রী তুলে দেন এবং আর্থিক অনুদান ঘোষণা করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হুমায়ন কবীর, ব্যাংকের ডিএমডি ও সিএফও হারুনুর রশীদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আপডেট সময় : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী ইমরানুর রহমানকে ৫ লাখ টাকা আর্থিক পুরস্কার এবং দেশের খেলাধুলার উন্নয়নে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকে ৫ লাখ টাকা অনুদান দিচ্ছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইমরানুর রহমানকে অভিনন্দন জানিয়ে এই আর্থিক পুরষ্কারের ঘোষণা দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ১১ ফেব্রুয়ারি কাজাখস্তানে ৬০ মিটারে জিতেছেন সোনা। এরপর ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে কোনো বাংলাদেশি অ্যাথলেটের নাম। এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন প্রকাশিত ৬০ মিটার স্প্রিন্টের র‌্যাঙ্কিংয়ে যুগ্মভাবে শীর্ষে আছেন ইমরানুর। ধারাবাহিক সাফল্যের জেরে ইমরানুর রহমানকে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষভাবে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল ব্যাংকের পক্ষ শুভেচ্ছা সামগ্রী তুলে দেন এবং আর্থিক অনুদান ঘোষণা করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হুমায়ন কবীর, ব্যাংকের ডিএমডি ও সিএফও হারুনুর রশীদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।